লটারি ভাগ্য নিয়েই জন্মেছে যে দম্পতি!

প্রকাশঃ এপ্রিল ২, ২০১৫ সময়ঃ ৯:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

Couple-lotarryনিজের অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের জন্য চাকরি-ব্যবসা সহ মানুষ কত কিছুইনা করে। মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত পরিশ্রম করেও যখন নুন আনতে পানতা ফুরোয়, তখন শেষ ভরসা হিসেবে বেছে নেয় লটারিকে।

ভাগ্য বদলের প্রতিযোগী অনেক বেশি হওয়ায় সেক্ষেত্রেও ব্যর্থ হতে হয় বারবার।

যেখানে বছরের পর বছর লটারি কেটেও রাতারাতি বড়লোক হবার স্বপ্ন অধরায় রয়ে যায় সেখানে যদি কেউ একাধিক বার লটারি জিতে!

হ্যাঁ একবার নয়, দু-দুইবার মিলিয়ন পাউন্ডের লটারি জিতে বিরল ভাগ্যবান হয়েছেন ইংল্যান্ডের এক দম্পতি।

ইংল্যান্ডের লিঙ্কনশায়ার কাউন্টিতে বসবাসরত ডেভিড লং ও ক্যাথলিন নামের এই দম্পতি দুইবারই পেয়েছেন মিলিয়ন পাউন্ডের এই লটারি।

বিবিসিতে প্রকাশিত খবরে বলা হয়, প্রথমবার ২০১৩ সালে ১০ লাখ পাউন্ড (প্রায় ১১ কোটি ৫৪ লাখ ৪৫ হাজার টাকা) জেতেন এই দম্পতি। এরপর গত ২৭ মার্চ দ্বিতীয়বারের মত একই অঙ্ক অর্থাৎ এক মিলিয়ন পাউন্ড জিতেছেন তারা।

লটারি প্রতিষ্ঠান ক্যামেলটও বলছে, এমন ভাগ্য বিরল। পর পর দুইবার লটারি পাওয়া ব্যক্তির সংখ্যা নেই বললেই চলে।

লটারি জেতার পর কাজ ছেড়ে দিয়েছেন স্বামী ট্রাকচালক ডেভিড লং।

তবে লং খুব উচ্ছ্বাস প্রকাশ করেননি। তিনি জানান, ‘আমি সবসময়ই জানতাম একদিন জিতবই। প্রথমবার জেতার আগে আমার কেন যেন মনে হয়েছিল, আমিই জিতব।

জানা যায়, প্রথমবার লটারি জেতার আগে কঠিন অর্থসংকটে ছিলেন ওই দম্পতি। টানা তিন বছর ধরে অসুস্থ থাকায় কাজ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল।

তারপর যখন প্রথমবার লটারি জিতলেন তখন বিশ্বাসই করতে পারেননি। ভেবেছিলেন মাত্র দুই পাউন্ডের কিছু বেশি জিতেছেন।তাই টিকিটটি ময়লার ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন তারা।তবে এইবার আর সেই ভুল হয়নি।

মজার ব্যাপার হলো লটারি পাওয়ার পর ১২ বছরের বাগদত্তাকে সঙ্গে সঙ্গেই বিয়ে করে ফেলেন তিনি। সেই থেকে নানান যায়গা ভ্রমণ আর হাসি গল্পে বেশ সুখেই কাটছে বিরল ভাগ্যবান এই দম্পতির জীবন।

প্রতিক্ষণ/এডি/আরেফিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

July 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
20G