লন্ডন ও নিউইয়র্ক মাতাচ্ছেন লিজা

প্রথম প্রকাশঃ আগস্ট ৩০, ২০১৫ সময়ঃ ৫:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩০ অপরাহ্ণ

 

Untitled

বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পী সানিয়া সুলতানা লিজা। তিনি দেশের বিভিন্ন স্থানে সবচেয়ে বেশি ব্যস্ত সময় পার করেন স্টেজ শো নিয়ে। চলতি প্রজন্মের গায়িকাদের মধ্যে লিজা এ ক্ষেত্রটিতে তুলনামূলক বেশি ব্যস্ত থাকেন।

পাশাপাশি বিদেশের মাটিতেও এরই মধ্যে বেশকিছু শো করেছেন তিনি। তারই ধারাবাহিকতায় বর্তমানে লন্ডন ও নিউ ইয়র্ক মাতাচ্ছেন এ গায়িকা।

Untitled 1চলতি মাসের ২৩ তারিখ লন্ডনের উদ্দেশে দেশ ছাড়েন লিজা। সেখানে বাংলা বিটস প্রমোশন কনসার্টে অংশ নিতে গিয়েছেন তিনি।

প্রায় প্রতিদিনই লন্ডনের কোন না কোন স্থানে গান করছেন লিজা।

এ কনসার্টে লিজা ছাড়াও বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন হাবিব ওয়াহিদ ও হৃদয় খান।

লন্ডনে শো করার অভিজ্ঞতা জানাতে গিয়ে ফেসবুকের মাধ্যমে লিজা বলেন,

অনেক ভাল লাগছে। লন্ডনের প্রবাসী দর্শকদের ভালবাসায় আমি মুগ্ধ। অনেক দর্শক সমাগম হচ্ছে এখানকার কনসার্টগুলোতে।

এখানে গান গেয়ে এতটা সাড়া পাবো ভাবিনি। বলা চলে যা ভেবেছি তার চাইতে বেশি পাচ্ছি ।

 

প্রতিক্ষণ/এডি/এস. টি.

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G