লাওসের পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত

প্রকাশঃ ডিসেম্বর ৩০, ২০২২ সময়ঃ ১০:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩০ অপরাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

স্বাস্থ্যগত কারণে সাবেক নেতার পদত্যাগের পর লাওশিয়ান আইনপ্রণেতারা বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করেছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার এ কথা জানায়।

লাওসের সাবেক উপ-প্রধানমন্ত্রী সোনেক্সে সিফানডোন জাতীয় সংসদে ১৫১টির মধ্যে ১৪৯ ভোট পেয়ে কমিউনিস্ট দেশটির নেতৃত্ব গ্রহণ করেছেন।

সিফানডোন ক্ষমতা গ্রহণকালে দেশটির সংসদে বলেন, ‘আমি বিপ্লবী চেতনাকে উচ্চতর স্তরে উন্নীত করব।’ খবর এএফপি’র।

সাবেক প্রধানমন্ত্রী ফানখাম বিফাভান গত বছরের মার্চ মাসে দায়িত্ব গ্রহণ করেন। স্বাস্থ্যগত কারণে তিনি শুক্রবার জাতীয় পরিষদে পদত্যাগের প্রস্তাব দেন।

৭২ বছর বয়সী প্রধানমন্ত্রী ফানখাম বিফাভান বলেন, ‘দেশ অধিকতর সমস্যার সম্মুখীন এমন অবস্থায় আমি এ কঠিন দায়িত্ব আর পালন করতে অপারগ।’

লাওস এ বছর জ্বালানি ঘাটতি ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতিসহ কঠিন অর্থনৈতিক সমস্যার সঙ্গে লড়াই করছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

July 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
20G