বিনাদন ডে্স্ক
মায়ের সঙ্গে শুটিংয়ে গিয়ে আঘাত পেয়েছে আরাধ্য বচ্চন। আর এ নিয়ে সাংবাদিকদের ওপর ভীষণ রেগেছেন ঐশ্বরিয়া রায় বচ্চন। এ খবর জানিয়েছে ,টাইমস অব ইন্ডিয়া ।
মেয়ে আরাধ্যকে সাথে নিয়ে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির একটা ফটোশুটে গিয়েছিলেন। তখনও এই বিশ্বসুন্দরী কণ্যা ‘আরাধ্য’ বসে ছিল মায়ের ভ্যানিটি ভ্যানেই।
বিপত্তিটা ঘটে ফটোশুট শেষে ভ্যানিটি ভ্যান থেকে ঐশ্বরিয়া যখন নিজের গাড়ির দিকে যাওয়া শুরু করেন তখন। এ সময় তাঁর কোলে ছিল আরাধ্য। এ সময় ঐশ্বরিয়া ও আরাধ্যর ছবি তোলার জন্য তাঁদের ঘিরে ধরেন তারকাদের পিছু নেওয়া ফোটোগ্রাফার।
ফটোগ্রাফারদের বিরক্তি থেকে বাঁচতে তাড়াহুড়া করে গাড়িতে উঠার সময় আঘাত পায় আরাধ্য বচ্চন। গাড়িতে ওঠার পর আরাধ্যকে কাঁদতে দেখা যায়।
এ নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না জানালেও মেয়ে আঘাত পাওয়ায় ঐশ্বরিয়ার মনক্ষুণ্ণ হয়েছেন।
এই বছর ঐশ্বরিয়ার দুটি ছবি মুক্তি পাবে। ছবি দুটি হলো ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ও ‘সর্বজিৎ’।
প্রতিক্ষণ/ এডি/ আস