বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
বাংলাদেশের চলচ্চিত্র, পপ ও আধুনিক সঙ্গীতে জীবন্ত কিংবদন্তী। গজল গায়িকা হিসাবে যার সুনাম বিশ্বব্যাপী।
প্রসংশা, জনপ্রিয়তা, অর্জন ও সম্মাননায় পার করেছেন বর্ণাঢ্য অনেকগুলো বছর। তিনি আমাদের সবার প্রিয় রুনা লায়লা।
আর এ বছরই সঙ্গীতের সঙ্গে রুনা লায়লার সম্পর্ক পা রেখেছে ৫০ বছরে।
ক্যারিয়ারের অর্ধশত বছরে পদার্পণ উপলক্ষে আগামী ১০ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেইমে আয়োজন করা হয়েছে বিশেষ কনসার্ট। ‘গোল্ডেন জুবিলি সেলিব্রেশন অব রুনা লায়লা’ শীর্ষক কনসার্টে তিনি গাইবেন জীবনের সোনালী দিনের গান।
অন্তরঙ্গ এন্টারটেইনমেন্টের আয়োজনে এ কনসার্টে রুনা লাযলার সঙ্গে গাইবেন ভারতীয় জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে। এছাড়া অনুষ্ঠানে অংশ নেবেন পাকিস্থানী অভিনেতা ফাওয়াদ। এই অনুষ্ঠানের টিকিট শিগগিরই ছাড়া হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
প্রতিক্ষণ/এডি/আমান