সিলেটে আজ থেকে বাস ধর্মঘট শুরু

প্রকাশঃ নভেম্বর ১৮, ২০২২ সময়ঃ ৩:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৬ অপরাহ্ণ

সিলেট প্রতিনিধি

বিএনপির বিভাগীয় গণসমাবেশ কাল, আর আজ শুক্রবার থেকে শুরু হয়ে গেছে ধর্মঘট, চলবে শনিবার সন্ধ্যা পর্যন্ত। সিলেট বাস-মালিক সমিতির বক্তব্য মতে, মহাসড়কে থ্রি-হুইলারসহ প্রশাসনের হয়রানি বন্ধে সিলেটের তিন জেলায় দুদিনের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

এদিকে শুক্রবার ভোর থেকে শুরু হওয়া দুদিনের ধর্মঘটে বিপাকে পড়েছেন এ পথের সাধারণ যাত্রীরা। সকাল থেকে স্টেশনে বাস না পেয়ে ফিরে যান অনেকেই। কেউ কেউ বাড়তি ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে রওনা হন।

তবে বিএনপির অভিযোগ ভিন্ন, শনিবার বিভাগীয় সমাবেশ বাধাগ্রস্ত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ধর্মঘট কেন ডাকা হয়েছে, তা আর কারো বুঝার বাকি নেই। কিন্তু তারা জানে না ধর্মঘট দিয়ে জনরোষ আটকানো যায় না। সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির ধর্মঘটের ঘোষণা দিয়ে দাবি করেন, এর সঙ্গে বিএনপির সমাবেশের কোনো সম্পর্ক নেই। সমিতির দাবি, মহাসড়কে অবৈধ যান বন্ধসহ বেশ কয়েকটি দাবি আদায়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আগামীকাল (১৯ নভেম্বর) সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে দেশের বিভিন্ন বিভাগে সমাবেশের ধারাবাহিকতায় বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

উল্লেখ, বিএনপির ৬টি বিভাগীয় সমাবেশের আগে একই কায়দায় বাস ধর্মঘট ডেকেছে বাস-মালিক সমিতির নেতারা। যখন যেখানে বিএনপির সমাবেশ সেখানেই বাস-মালিম সমিতির এই ধর্মঘট প্রশ্নের সৃষ্টি করেছে। কারণ, বিএনপির সমাবেশ শেষ হয়ে গেলে ধর্মঘটও শেষ হয়ে যাচ্ছে, এর মানে কি?

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
20G