স্বাধীনতা দিবসে প্রতিক্ষণের শপথ

প্রকাশঃ মার্চ ২৬, ২০১৬ সময়ঃ ১১:২৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৮ অপরাহ্ণ

protikhon

স্বাধীনতার আজ ৪৫ বছর পূর্ণ হয়েছে। তবুও আজও আমাদের স্মৃতিতে অম্লান হয়ে আছে ৭১’। আমরা ভুলে যায়নি আমাদের সেই ভাইবোনদের; যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা। এই পতাকাই আমাদের স্বাধীনতার প্রতীক। ১৯৭১ সালের ২৬শে মার্চ এই পতাকা উড়িয়ে ঘোষণা করা হয়েছিল, আজ থেকে আমরা মুক্ত-স্বাধীন।
স্বাধীনতার চেতনায় আজ আমরা উজ্জ্বীবিত। আসুন, আমরা সবাই আবার শপথ করি। ‘রক্তে রঞ্জিত লাল-সবুজের এই পতাকাকে আমরা কখনও পরাজিত হতে দেব না, স্বদেশী বা ভিনদেশী কারো কাছে।’

আজকের এই স্বাধীনতা দিবসে প্রতিক্ষণ আরও প্রতিজ্ঞা করছে যে, সমস্ত নির্যাতনের বিরুদ্ধে কঠোরভাবে এবং বিচার না হওয়া পর্যন্ত প্রচারের মাধ্যমে প্রতিবাদ চালিয়ে যাবো। যেখানে সবাইকে সচেতন করা দরকার সেখানেই আমরা সচেতনতার বীজ রুপনের কাজ করে যাবো। প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষে সবোচ্চ প্রচার চালিয়ে যাবো এবং এর বিরূধী মতবাদকে কখনও প্রশ্রয় দেব না। আমার মায়ের ভাষা, আমার জাতীয় ভাষা বাংলাকে কখনও অমর্যাদা হতে দেবো না।
আমরা বিশ্বাস করি একতার শক্তিতে। আমরা বিশ্বাস করি সততার শক্তিতে। কোনো বাধাকে বাধা মনে করি না এবং ভবিষ্যতেও তা করব না। সংগ্রাম চালিয়ে যাবো সত্যের পথে; মিথ্যার কালো ছায়া দূর না হওয়া পর্যন্ত। আজকের এই মহান দিনকে সামনে রেখে শপথ করে বলছি, উল্লেখিত প্রতিটি কথা প্রতিনিয়ত মেনে চলা হবে পরম বিশ্বাস আর অন্তরের নিগূঢ় ভালবাসা থেকে। এই হোক প্রতিক্ষণের প্রতি মুহূর্তের অঙ্গীকার।

=====

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

July 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
20G