অভিযোগ পেলেই অপুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা

প্রথম প্রকাশঃ জুন ৯, ২০১৬ সময়ঃ ২:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

apu 2অনেক দিন ধরেই লোকচক্ষুর আড়ালে অপু বিশ্বাস। ‘মুটিয়ে যাওয়া’র দোহাই দিয়ে চুক্তি হওয়া ছবিগুলোর কাজও ছেড়ে দিয়েছেন মাঝপথে। আর যেসব ছবির শুটিং বাকি রয়েছে, সেগুলোর পরিচালকের সঙ্গেও কোনো ধরনের যোগাযোগ করছেন না তিনি। অপুর অনুপস্থিতিতে আটকে আছে রাজনীতি, মাই ডার্লিং, লাভ ২০১৬, পাঙ্কু জামাই ও মা ছবির শুটিং। এর মধ্যে কিছু ছবির কাজ প্রায় শেষের দিকে, আবার কিছু ছবির কাজ অর্ধেক হয়ে আটকে গেছে। এতে বিপাকে পড়েছেন ছবির পরিচালকেরা।

রাজনীতি ছবির পরিচালক বুলবুল বিশ্বাস বলেন, ‘ এখনো রাজনীতি ছবির তিন-চারটি দৃশ্য ও দুটি গানের কাজ সবাই সহজভাবে টানা কাজ করতে চায়। কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি। বিভিন্নভাবে অপু বিশ্বাসকে খোঁজার চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না।’

প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে মাই ডার্লিং ছবির। এখন চারটি গান আর কয়েকটি দৃশ্যের আউটডোরের কাজ হয়ে গেলেই ছবির শুটিং শেষ হবে। তবে ছবির এই বাকি কাজ নিয়েই চিন্তায় পড়েছেন পরিচালক মনতাজুর রহমান আকবর।

apu 01অপুর নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বলেন,

‘আমরা জেনেছি যে অপুকে পাওয়া যাচ্ছে না। একাধিক ছবি বন্ধ হয়ে আছে তার জন্য। যদি তাকে না পাওয়া যায় তাহলে অনেক টাকার ক্ষতি হবে প্রযোজকদের। যে ছবিগুলো বন্ধ হয়ে যাবে তার মধ্যে অনেক পরিচালকই নতুন করে কাজ শুরু করার ইচ্ছে বা ক্ষমতা হারিয়ে ফেলবেন কারণ তাঁদের জন্য নতুন প্রযোজক ম্যানেজ করে অন্য ছবি শুরু করাটা কঠিন।

আসলে অপুর বিষয়টি আমরা গণমাধ্যমের মাধ্যমে জেনেছি। কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। যে কারণে আমরা প্রতিকার করতে পারছি না। যদি কোনো পরিচালক আমাদের অফিসে এসে লিখিত অভিযোগ করেন যে অপু তাঁদের শিডিউল দিচ্ছেন না, তা হলে আমরা সমিতির নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব। যদি তাতেও কাজ না হয়, আমরা আইনের আশ্রয় নেব।

এদিকে, বছর তিনেক আগে রাজধানীর গুলশান এলাকার নিকেতনে ‘এপিএস লেডিস ফিটনেস ক্লাব’ নামে একটি ব্যায়ামাগার চালু করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।  গত মে মাসের ৩১ তারিখ কোনো ধরনের ঘোষণা ছাড়াই অপু বন্ধ করে দিয়েছেন সেই ব্যায়ামাগার। এই ব্যাপারে অপুর মামা স্বপন বিশ্বাস জানান, ‘মূলত ব্যবসায় ধারাবাহিক লসের জন্যই জিমটি বন্ধ করে দিয়েছে সে।’

প্রতিক্ষণ/এডি/এস আর এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G