আমি তোমাদের মত জগৎশেঠ, মীরজাফর নই:আসিফ

প্রথম প্রকাশঃ মার্চ ৭, ২০১৫ সময়ঃ ৩:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৬ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Asifআসিফ আকবর যিনি বাংলাদেশের একজন জনপ্রিয় পপ-ধাঁচের সঙ্গীত শিল্পী। তিনি তার সুরেলা কন্ঠের জন্য দেশ বিদেশে বিশেষভাবে সুপরিচিত।

তিনি ২০০১ সালে প্রকাশিত তার প্রথম সঙ্গীত এ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’-এর মাধ্যমে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন।

তাই জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবরকে চেনেন না এমন কথা শুনলে কার না মাথা গরম হয়? ছোট্ট শিশু থেকে শুরু করে, তরুণ-তরুণী ও বৃদ্ধ বয়সের মানুষও তাকে এক নামে চেনেন। তার গাওয়া ‘ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়’ গানটি এখনো প্রেমিকদের মুখে মুখে। এমনকি দেশের বাইরেও যার সুনাম রয়েছে। তার সম্বন্ধে যদি কেউ বলে ‘আসিফ আকবর আবার কোন শিল্পী? এ নাম তো জীবনে প্রথম শুনলাম’ তখন তাকে তো আসিফও দেখে নেয়ার কথা বলতেই পারেন। তেমনই একটা ঘটনা ঘটেছে।

222_56869_1যার জন্য তিনি আমাকে মেরে ফেলো, অন্যথায় পালানোর রাস্তা খোঁজো এই শিরোনামে প্রতিবাদী বক্তব্য উপস্থাপন করেন। সেখানে গত ৩ মার্চ তিনি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে আসিফ লেখেন, ‘গ্রামীন ফোনের বহির্যোগাযোগ বিভাগের প্রধান সৈয়দ তালাত কামাল একটি অনলাইন পত্রিকায় বলেছে, আসিফ আকবর আবার কোন শিল্পী? এ নাম তো জীবনে প্রথম শুনলাম। এই তালাত কি এলিয়েন নাকি প্রতিবন্ধী এই বিষয়ে আমি খুব চিন্তায় পড়ে গেছি।

তিনি লেখেন, তালাতকে বলতে চাই, তুমি যে কোম্পানীর চাকর, সেই গ্রামীনফোন এই আসিফের কাছে অতীতের ৫ বছরের চুরি এবং দূর্নীতির দায়মুক্তি নিয়েছে ক্ষমা চেয়ে, কথা ছিলো ভবিষ্যতে চুরি বাটপারী করবেনা । তোমার গ্রামীনফোনের সাথে এই বিষয়ে আমার কোম্পানী আর্ব এন্টারটেইনমেন্ট এর চুক্তিটা খুঁজে পড়। আমি আরো পাঁচ বছর আগেই পেশা হিসেবে গান থেকে বেরিয়ে এসেছি । আমার নাম শোনার দরকার নাই, নিজের পিঠ বাঁচাও ।

বাংলালিংক এর জনসংযোগ কর্মকর্তা রাজীব আহসান বলেছে, আমি নাকি হতাশা থেকে কথাগুলো বলছি। তলে তলে আমার কোম্পানীর অফিসিয়ালদের ম্যানেজ করার চেষ্টা করছো, আর হতাশ আমি? তোমার মত এ রকম পাঁচশো কর্মচারী আমার আছে, তবে তারা চোরও না চোরের ভাইও না । যাদের জোরে কথা বলছো, তাদেরকেও টেনে নামানো হবে, অপেক্ষা শুধু সময়ের । আসিফ আরও লেখেন, এই ফাঁকে সুযোগ পেলে আমাকে মেরে ফেলো, অন্যথায় পালানোর রাস্তা খোঁজো । আমার নাম আসিফ আকবর, খুব খেয়াল করে নামটা মনে রাখবা। আমি তোমাদের মত জগৎশেঠ, মীরজাফর, রাজবল্লভ উমিচাঁদ, ঘসেটি বেগম নই।’

জানা যায়, বেশ কিছুদিন ধরেই মোবাইল কোম্পানি গুলোর সঙ্গে গানের কপিরাইট স্বত্ত্ব নিয়ে দ্বন্দে জড়িয়েছেন এ শিল্পী। এ নিয়ে দু’পক্ষের মধ্যে চলছে শীতল যুদ্ধ। সে অবস্থায় এক মোবাইল ফোন কর্মকর্তা ‘আসিফ আবার কোন্ শিল্পী। তার নামতো কোনদিন শুনিনি’ বলে মন্তব্য করেন। আর এ কথা শুনে তখনই ক্ষেপেছেন তিনি। ফেসবুকে তিনি মোবাইল ফোনগুলোকে দেখে নেওয়ার কথাও বলেন।

প্রতিক্ষণ/এডি/নয়ন

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G