বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
আসছে ভালোবাসা দিবসে এবার থাকছে ঈশিতার ‘ফিরে এসো প্রেম’। দর্শকপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা ঈশিতা প্রতি বছরই একটি নাটক অথবা টেলিফিল্ম নির্মাণ করেন।
সেই ধারাবাহিকতায় এবারও ঈশিতা দর্শকের জন্য একটি নাটক নির্মাণ করছেন। নাটকের নাম ‘ফিরে এসো প্রেম’।
নাটকটি রচনা ও পরিচালনা করছেন ঈশিতা নিজেই। গত ৮ ফেব্রুয়ারি থেকে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির শুটিং শুরু হয়েছে। শেষ হয়েছে মঙ্গলবার।
নাটকটির গল্প প্রসঙ্গে ঈশিতা জানান, একেবারেই সময়োপযোগী একটি গল্প নিয়ে নাটকটি নির্মিত হচ্ছে। যেখানে একটি সময় এসে এক প্রেমিক যুগল আবার নতুন করে তাদের মতো করে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখে।
ঈশিতা বলেন, নাটকে যারা কাজ করছেন বিশেষ করে লাক্সতারকা, ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, ভিট তারকারা বেশ ভালো অভিনয় করার চেষ্টা করেছে। তাদের মধ্যে অভিনয় শেখার আগ্রহ আমাকে মুগ্ধ করেছে। তারা যদি ধৈর্য ধরে কাজ করে যায় তাহলে তাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ফিরে এসো প্রেম নাটকটি ভালোবাসা দিবসের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে। ফিরে এসো প্রেম নাটকে আরো অভিনয় করেছেন ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম আবুল কালাম আজাদ, লাক্সতারকা নাদিয়া, ভিট তারকা তন্বী ও নাফিজা।
প্রতিক্ষণ/এডি/লামান