কবিতা: গণমাধ্যম

প্রথম প্রকাশঃ মে ৩, ২০১৭ সময়ঃ ৮:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৭ পূর্বাহ্ণ

কবি এ.কে.এম.মাহফুজুর রহমান:

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস । তাই গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি শ্রদ্ধার্ঘ্য ও উৎসর্গকৃত হিসেবে ” গণমাধ্যম ” কবিতাটি লিখেছেন কবি এ.কে.এম.মাহফুজুর রহমান।

গণমাধ্যম মানে –
গণমানুষের কণ্ঠস্বর !
গণমানুষের কণ্ঠস্বর মানে –
ঈশ্বরের কণ্ঠস্বর !
ঈশ্বরের কণ্ঠস্বর মানে –
ন্যায়বিচারের কণ্ঠস্বর !
ন্যায়বিচারের কণ্ঠস্বর মানে –
জাতি – ধর্ম – বর্ণ নির্বিশেষে সকল মানুষের কণ্ঠস্বর !
গণমাধ্যম মানে –
রাষ্ট্রের ” চতুর্থ স্তম্ভ ” !
রাষ্ট্রের ” চতুর্থ স্তম্ভ ” মানে –
রাষ্ট্রের আশা – ভরসার অনিবার্য অনুষঙ্গ !

গণমাধ্যম মানে –
তথ্য ভাণ্ডার !
তথ্য ভাণ্ডার মানে –
জ্ঞান বিতরণের মাধ্যমে শিক্ষিত ও বিনোদিত করা !
গণমাধ্যম মানে –
বস্তুনিষ্ঠতা !
বস্তুনিষ্ঠতা মানে –
ঘটনার সহজ – সরল – সত্যের প্রতিমূর্তি !
গণমাধ্যম মানে –
দ্বিমুখীমনন !
দ্বিমুখীমনন মানে –
নিজের বিশুদ্ধতা নিজেই দ্বিতীয় বার পরীক্ষাকারী !
গণমাধ্যম মানে –
” লেগ ডগ ” নয় বরং ” ওয়াচ ডগ ” !
” লেগ ডগ ” নয় বরং ” ওয়াচ ডগ ” মানে –
ক্ষমতার পদলেহনকারী নয় বরং ক্ষমতার নির্মোহ দৃষ্টিভঙ্গি !
গণমাধ্যম মানে –
অপশক্তির চাপের কাছে মাথা নত না করা লড়াকু সৈনিক !
গণমাধ্যম মানে –
নিজের বিবেকের কাছে দায়বদ্ধতার অগ্নিপরীক্ষা !
গণমাধ্যম মানে –
সরকারের প্রতিপক্ষ নয় ; সরকারের সহায়ক শক্তি !
গণমাধ্যম মানে –
দুর্নীতির শত্রু ; উন্নয়নের বন্ধু !
গণমাধ্যম মানে –
নর্দমার দুর্গন্ধের বিপরীতে প্রস্ফুটিত ফুলের সৌরভ !
গণমাধ্যম মানে –
বিভাজনের বিপরীতে ঐক্যের জলছবির জলপ্রপাত !
গণমাধ্যম মানে –
গণমানুষের হৃদয়ের আদালত !
গণমানুষের হৃদয়ের আদালত মানে –
সত্য – সুন্দর, মানবিক ও নান্দনিক মূল্যবোধের পূজারী !

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G