নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদকে স্মরণ

প্রথম প্রকাশঃ নভেম্বর ১৩, ২০২৫ সময়ঃ ৬:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

প্রখ্যাত সাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন বৃহস্পতিবার নানা আয়োজনে পালিত হয়েছে গাজীপুরের নুহাশপল্লীতে। দিনভর পরিবারের সদস্য, শুভানুধ্যায়ী ও ভক্তরা একত্র হয়ে স্মরণ করেছেন তাদের প্রিয় লেখককে।

সকালে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই পুত্র নিনিত ও নিষাদসহ পরিবারের সদস্যরা লেখকের কবর জিয়ারত করেন। সেখানে তার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। পরে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, এক হাজার সাতাত্তরটি মোমবাতি প্রজ্বলন ও কেক কাটা হয়।

প্রতিবারের মতো এবারও নুহাশপল্লীর লিচুতলায় ফুল হাতে জড়ো হন লেখকের অসংখ্য ভক্ত, কবি, লেখক ও নাট্যজনেরা। কেউ কেউ লেখকের প্রিয় চরিত্র হিমুর মতো হলুদ পাঞ্জাবি পরে আসেন। তারা হুমায়ূনের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের পাশাপাশি কিছু আক্ষেপও তুলে ধরেন।

কবর জিয়ারতের পর মেহের আফরোজ শাওন সাংবাদিকদের বলেন, “হুমায়ূন আহমেদের স্বপ্নের ক্যানসার হাসপাতাল ও জাদুঘর এখনো বাস্তবায়ন করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা, আমি এর দায় নিচ্ছি।”

হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। বাবা ফয়েজুর রহমান ও মা আয়েশা ফয়েজের সন্তান হুমায়ূন আহমেদ ২০১২ সালের ১৯ জুলাই নিউইয়র্কে ক্যানসারের সঙ্গে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G