সারাদেশে ভূমিকম্প : ঢাকাসহ বিভিন্ন জেলায় হতাহত ও ক্ষয়ক্ষতি
প্রতিক্ষণ ডেস্ক
দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে প্রবল মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকালে নরসিংদীর মাধবদী এলাকায় ভূমিকম্পটির কেন্দ্র চিহ্নিত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল প্রায় ৫ দশমিক ৫ থেকে ৫ দশমিক ৭। ভূমিকম্পটি মুহূর্তেই ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আতঙ্ক ছড়িয়ে দেয়। মানুষ ঘর-বাড়ি ও অফিস থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে।
ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ভবনের দেয়ালে ফাটল দেখা গেছে এবং কয়েকটি নির্মাণাধীন স্থাপনা থেকে ইট-পাথর পড়ে কয়েকজন আহত হয়েছেন। রাজধানীর একাধিক এলাকার পুরোনো ভবনে ক্ষতির খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এদিকে ভূমিকম্পের কেন্দ্রের নিকটবর্তী নরসিংদীর বিভিন্ন স্থানে দেয়াল ধসে শিশুসহ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। কয়েকটি পরিবারের ঘরবাড়িতেও ফাটল ও আংশিক ধসের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঢাকার বাইরে নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা ও চট্টগ্রামেও ভূমিকম্প অনুভূত হয়েছে। অনেক এলাকায় মানুষ আতঙ্কে বাইরে বের হয়ে আসে। কিছু জায়গায় বিদ্যুতের লাইনে সমস্যা দেখা দিলেও পরে তা স্বাভাবিক হয়। কলকাতাসহ ভারতের পশ্চিমবঙ্গের কিছু অংশেও এই ভূকম্পন অনুভূত হয়েছে বলে বিদেশি সংবাদমাধ্যম জানিয়েছে।
ভূমিকম্পের পরপরই ফায়ার সার্ভিস, রেডক্রস ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো উদ্ধার তৎপরতা শুরু করে। প্রধান উপদেষ্টা ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সম্ভাব্য আফটারশক মোকাবিলায় জনসাধারণকে সতর্ক ও নিরাপদ স্থানে অবস্থান করতে আহ্বান জানানো হয়েছে।
প্রশাসন জানায়, হতাহত ও আর্থিক ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো তৈরি হয়নি। মাঠপর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গার পরিস্থিতি যাচাই করা হচ্ছে।
সরকারি দায়িত্বশীলরা জানান, আতঙ্কিত না হয়ে সবাইকে নিরাপদে থাকার পাশাপাশি ভাঙা বা ঝুঁকিপূর্ণ ভবনে প্রবেশ না করার আহ্বান জানানো হয়েছে। উদ্ধার কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।














