প্রতিক্ষণ ডেস্ক
বলিউডের জনপ্রিয় তারকা গোবিন্দকে ক্ষমা চাওয়া নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিমকোর্ট। সেই সাথে সিনেমার শূটিং-এ তিনি যেমনটা করেন তা বাস্তবে না করার নির্দেশ দেয় আদালত।
দীর্ঘ সাত বছর আগে শূটিং সেটে, কথা না শোনায় সন্তোষ নামের এক ভক্তকে চড় মেরে বসেন, গোবিন্দ। এই ঘটনা গড়ায় আদালত পর্যন্ত। পুরনো এই ঘটনার জন্যই সম্প্রতি ভক্তের কাছে ক্ষমা চাওয়ার এই রায় দেয় আদালত।
জানা যায়, সন্তোষ নামের ঐ দর্শক, শূটিং-এর সময় বার বার মহিলা ড্যান্সারদের কাছে চলে আসেন। নিষেধ করার পরেও এই কাজটি করায় ঐ দর্শককে চড় মারেন তিনি। আদালতের রায়ের প্রেক্ষিতে, কমেডি ড্যান্সারখ্যাত গোবিন্দ জানায়,
‘‘ আমি ক্ষমা চাইছি। আমার তখন মাথা ঠিক ছিলো না। আমিই সত্যিই লজ্জিত। আমি অবশ্যই ক্ষমা চাইবো। আর আশা করবো তিনি আমার প্রতি আর ক্ষোভ রাখবে না।’’
প্রতিক্ষণ/এডি/এস. আর. এস