ধারালো ছুরিতে আহত মৌসুমী হামিদ

প্রথম প্রকাশঃ এপ্রিল ২৪, ২০১৬ সময়ঃ ৯:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Moushumi-Hamidধারালো ছুরি আঘাতে আহত হয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। প্রচুর রক্তক্ষরণ হওয়ায়, হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তার হাতে ছয়টি সেলাই দেন। ঘটনাটি কোন ছবি কিংবা নাটকের দৃশ্যের না হলেও, শুটিং করতে গিয়েই এমন অবস্থার সম্মুখীন হয়েছেন মৌসুমী হামিদ।

শনিবার গাজীপুরের কালিয়াকৈরের একটি লোকেশনে সুমন আনোয়ারের ‘ সংকট ’ নাটকের শুটিং করছিলেন তিনি। এতে একটি দৃশ্য ছিলো ছুরি নিয়ে রওনকের সঙ্গে মারামারির। হঠাৎ করেই ধারালো ছুরিটি তার ডান হাতে লাগে। সঙ্গে সঙ্গেই প্রচুর রক্তক্ষরণ হতে থাকায় তাকে দ্রুত নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে মৌসুমী হামিদ জানান, ‘ আমি চরিত্রের মধ্যে ছিলাম। একবারও মনে হয়নি হাতে ধারালো ছুরি। ফলে, যা হবার তাই হয়েছে। এখন কত দিন বিশ্রামে থাকতে হবে কে জানে।’

প্রতিক্ষণ/এডি/এস আর এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G