নিজস্ব প্রতিবেদক
দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূর। একের পর এক সুপার হিট ছবি উপহার দিয়ে দর্শক মহলে তৈরী করেছেন নিজের শক্ত অবস্থান। গুণী এই অভিনেত্রীর চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপন চিত্রেও ছিলো অবাদ বিচরণ। সাম্প্রতিক সময়ে বড় পর্দায় দেখা নেই শাবনূরের। তবে শাবনূর ভক্তদের জন্য রয়েছে নতুন এক খবর। প্লেব্যাকে অভিষেক ঘটছে শাবনূরের।
ওপার বাংলার প্রীতমের সঙ্গীতায়োজনে মোস্তাফিজুর রহমান মানিকের ‘এত প্রেম এত মায়া’ ছবির টাইটেল গানে কন্ঠ দিবেন তিনি। আগামী সপ্তাহে ঢাকার
একটি স্টুডিওতে গানটি রেকর্ড করা হবে বলে জানান পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। তিনি আরও জানান,
‘শাবনূরের কন্ঠ পেশাদার শিল্পীদের মতো। আমি বুঝে-শুনে সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া বেশ কিছু দিন ধরে তিনি নিজেই প্লেব্যাক করার আগ্রহ প্রকাশ করেছিলেন। ভাবলাম সুযোগটি কাজে লাগাই। মেলোডি ধাঁচের গানটি শাবনূরের ভক্তদের অবশ্যই ভালো লাগবে।’
উল্লেখ্য, কিছুদিন আগে এক চলচ্চিত্র প্রযোজকের জন্মদিন পার্টিতে গান গেয়েছিলেন শাবনূর। যা প্রকাশ করা হয় ইউটিউবে।
প্রতিক্ষণ/এডি/এস আর এস