‘শোনো একটি মুজিবরের থেকে’

প্রথম প্রকাশঃ মার্চ ১৭, ২০১৬ সময়ঃ ১১:২৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৬ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

শিল্পীঃ অংশুমান রায়, কথা: গৌরী প্রসন্ন মজুমদার, সুর: অংশুমান রায়।

Bangabandhu-Sheikh-Mujibur-Rahman
শোনো, একটি মুজিবরের থেকে
লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি
আকাশে বাতাসে ওঠে রণী।
বাংলাদেশ, আমার বাংলাদেশ।।

সেই সবুজের বুকে চেরা মেঠো পথে আবার যে যাবো ফিরে,
আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো।
শিল্পে-কাব্যে কোথায় আছে
হায়রে এমন সোনার দেশ।

শোনো, একটি মুজিবরের থেকে
লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি
আকাশে বাতাসে ওঠে রণি।
বাংলাদেশ আমার বাংলাদেশ।।

বিশ্ব কবির ‘সোনার বাংলা’,
নজরুলের ‘বাংলাদেশ’,
জীবনানন্দের ‘রূপসী বাংলা’
রূপের যে তার নেইকো শেষ, বাংলাদেশ।

জয় বাংলা বলতে মন রে আমার এখনও কেন ভাবো,
আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো,
অন্ধকারে পুবাকাশে, উঠবে আবার দিনমণি।।

শোনো, একটি মুজিবরের থেকে
লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি
আকাশে বাতাসে ওঠে রণি।
বাংলাদেশ আমার বাংলাদেশ।।

#লাইক ও শেয়ার দিয়ে প্রতিক্ষণের সাথে থাকুন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G