৩ লক্ষ ডলারের জুতো লেডি গাগার পায়ে

প্রথম প্রকাশঃ আগস্ট ৮, ২০১৫ সময়ঃ ৯:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৩ অপরাহ্ণ

নিউইয়র্ক: পপ তারকা লেডি গাগা। খবরে থাকার জন্য তার জুড়ি মেলা ভার৷ বিচিত্র সব পোশাক আর নানা ধরনের ট্যাটু, শরীরি যাদুতে নানান সময়েই খবরে থেকেছেন৷

আবারও খবরে আসলেন৷ তবে এবার ট্যাটু বা পোশাকেlady-র জন্য নয়, জুতোর সৌজন্যে৷ সবাইকে চমকে দিয়ে ২ লাখ ৯৫ হাজার মার্কিন ডলারে কিনে ফেললেন একজোড়া জুতো৷

অতিসম্প্রতি প্রয়াত ডিজাইনার আলেক্জান্ডার ম্যাককুইনের সর্বশেষ কালেকশন ‘আর্মাডিলো বুট’ নিলামে তোলা হয়। ‘ইউনিসেফ’এর সহযোগিতার জন্য এ নিলামের আয়োজন করে ‘ক্রিসটাই

সেখানে নিলামে তোলা তিনটি জুতোই কিনেন লেডি গাগা। জুতো তিনটির প্রতি জোড়ার মূল্য ধরা হয়েছিল ১০ হাজার ডলার। কিন্তু সব জুতো জোড়া নিজের করে নিতে চেয়েছিলেন গাগা।তাইতো ২ লাখ ৯৫ হাজার মার্কিন ডলার দিয়ে জুতো জোড়াগুলো কিনে নেন এ তারকা। কাঠ এবং অজগরের চামড়া দিয়ে ইতালিতে তৈরি এ জুতোগুলো অবয়ববের কারণে ‘আর্মাডিলো’ নামে পরিচিত।

 প্রতিক্ষণ/এডি/তাজিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G