বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
নানা জল্পনা কল্পনার পর অবশেষে মুক্তি পেলো শাহ আলম মন্ডল পরিচালিত বহুল আলোচিত সিনেমা ভালোবাসা সীমাহীন। আর এরই মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হলো বহুল আলোচিত অভিনেত্রী পরীমনির।
ছবিতে অভিনয় করেছেন আনিসুর রহামান মিলন, পরী মণি, জায়েদ খান, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ, মিজু আহমেদ, রেবেকা অনেকে।
ছবির গান লিখেছেন মুন্সী ওয়াদুদ ও সুদীপ কুমার দীপ। গানের সুর ও সংগীত করেছেন আলী আকরাম শুভ ও আহমেদ সাগির। গানে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, মনির খান, এস আই টুটুল, ন্যান্সি, নির্ঝর, খেয়া, রূপম ও রমা। নির্মাতা
নির্মাতা সূত্রে জানা গেছে, এ সিনেমাটি সর্বমোট ৫১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। রাজধানীর সনি, জোনাকি, সৈনিক ক্লাব, গীত, পূর্নিমা, বিডিআর, মধুমিতা, চিত্রামহল, পুনাম, এশিয়া হলে চলছে এ চলচ্চিত্রটি।
এ ছাড়া ঢাকার বাইরে ঝংকার (পাঁচদোনা), পান্না (মুক্তারপুর), মোহনা (কোনাবাড়ি), চাঁদমহল (কাঁচপুর), চন্দ্রিমা (শ্রীপুর), শাপলা (রংপুর), নবীন (মানিকগঞ্জ), তিথী (গবিন্দ্রগঞ্জ), সংগীত (সাতক্ষীরা), বলাকা (ঠাকুরগাঁও), চিত্রবানী (গোপালগঞ্জ), চম্পাকলি (টংগী), ছায়াবানী (ময়মনসিংহ), বর্ষা (জয়দেবপুর) সহ মোট ৫১টি হলে প্রদর্শিত হচ্ছে এ সিনেমাটি।
দেশের দুর্যোগ মুহুর্তে মুক্তি পেল পরীমনি অভিনীত প্রথম চলচ্চিত্র। এ রকম পরিস্থিতিতে সিনেমাটি কতটা সফল হবে ? এ প্রসঙ্গে কথা হয় পরীমনির সঙ্গে।
তিনি বলেন, দেশের এ রকম পরিস্থিতির জন্য আমি দুঃখ করি না। এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এ রকম অবস্থায় আরো দুটি সিনেমা মুক্তি পেয়েছে। এ দুটির তুলনায় আমার প্রথম সিনেমা যদি একটু ভালো করে তাহলেই আমি খুশি। আমার বিশ্বাস এ দুটোর থেকে আমারটা ভালো হবে।
প্রতিক্ষণ/এডি/আবিদ