ময়মনসিংহে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী পালিত

প্রথম প্রকাশঃ মে ৮, ২০১৫ সময়ঃ ১০:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৪ অপরাহ্ণ

গোলাম রাসেল, ময়মনসিংহ :

IMG_44557677968478বোধন, আবৃতি, সঙ্গীতানুষ্ঠান ও নৃত্যের নানা আয়োজনে রবীন্দ্রনাথের ১৫৪তম জন্মবার্ষিকী পালন করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন।

শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ময়মনসিংহ জেলা প্রশাসন রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে, বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ-রবীন্দ্রনাথের জন্মপরিচয় তোলে ধরেন এবং বই পড়া ছাড়া জ্ঞানার্জন করা সম্ভব নয় এজন্য সকলে যেন বই-পড়ার প্রতি গুরুত্ব দেন।এছাড়া রবীন্দ্রনাথের “নির্জনের স্বপ্ন ভঙ্গ, পুরান ভৃত্য”কবিতা পাঠ করে উপস্থিত সকলকে শোনান।

পরে এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

জেলা প্রশাসক জনাব মুস্তকীম বিল্লাহ ফারকীর সভাপত্বিতে আলোচনা করেন, উপাচার্য অধ্যাপক ড. মোহিতউল আলম, অধ্যক্ষ(অব.) জনাব মুহাম্মদ মোকাররম হোসায়েন, বিশিষ্ট রবীন্দ্র শিল্পী ড. সুমিতা নাহা।

উল্লেখ্য, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯২৬ সালের ১৫ফেব্রুয়ারি ময়মনসিংহে আসেন। সারা দিন কবি সংবর্ধিত হয়ে রাত যাপন করেন সূর্যকান্তের বাগান বাড়িতে। বর্তমানে যা টিচার্স ট্রেনিং কলেজ। ১৬ ময়মনসিংহের আনন্দমোহন কলেজে, ১৮ ময়মনসিংহ বিদ্যাময়ী বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন কবি।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G