বাংলাদেশে ‘ম্যাড ম্যাক্স : ফিউরি রোড’

প্রথম প্রকাশঃ মে ২৩, ২০১৫ সময়ঃ ৭:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

mad-max-fury-roadআলোচিত হলিউডি ছবি ‘ ম্যাড ম্যাক্স : ফিউরি রোড’ মুক্তি পেয়েছে ঢাকার যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমা হলে। সিনেমাটি গত ৭ মে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার পর ২২ মে বাংলাদেশে মুক্তি পায়।

অ্যাকশন, অ্যাডভেঞ্চার এবং সায়েন্সফিকশন ধরনের এই ছবিতে অভিনয় করেছেন টম হার্ডি, চার্লিজ থ্যারন, নিকোলাস হল্ট প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন জর্জ মিলার।

ছবির গল্পটা ভবিষ্যতের। পারমাণবিক এক যুদ্ধের পর সবুজ পৃথিবী তখন স্রেফ একটি মরুভূমি। এমনই এক মরু শহরের গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি।

১২ কোটি ৮৪ লাখ ডলার ব্যয়ে নির্মিত ছবিটি যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আয় করেছে ১৫ কোটি ডলার।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G