২৯ মে গাজীপুরে ‘ইত্যাদি’

প্রথম প্রকাশঃ মে ২৬, ২০১৫ সময়ঃ ২:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

ettaydi_20847জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে গাজীপুর জেলার সফিপুরের আনসার একাডেমিতে।

অনুষ্ঠান ধারণ চলে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত। এবারও ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন ইত্যাদির নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম।

এবারের পর্বে রয়েছে দুই বন্ধুর বন্ধুত্বের সুবর্ণজয়ন্তী, উপমহাদেশের প্রথম চর্যাপদ মুখস্থকারী জাকেরুল ইসলাম কায়েস এবং আনসার-ভিডিপিকে নিয়ে ভিন্নধর্মী প্রতিবেদন। মূল গান রয়েছে একটি। এটি গেয়েছেন গাজীপুরের খ্যাতিমান শিল্পী মিনা বড়ূয়া। সঙ্গে রয়েছে অর্ধশতাধিক শিল্পীর নৃত্য। ‘মে দিবস’ উপলক্ষে যন্ত্রসঙ্গীত ছাড়াও রয়েছে আহমেদ রুবেল পরিবেশিত পথ কবিতা।

নিয়মিত পর্বে মামা-ভাগ্নে, নানা-নাতি ও চিঠি বিভাগসহ বেশ কয়েকটি নাট্যাংশ। এতে অভিনয় করেছেন কেএস ফিরোজ, আবদুল আজিজ, শবনম পারভীন, আবদুল কাদের, জিল্লুর রহমান, আফজাল শরীফ, কাজী আসাদ প্রমুখ।

‘ইত্যাদি’ গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত। ২৯ মে রাত ৮টা ৩০ মিনিটে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে এটি।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G