গানের পাখি বেবী ইসলাম

প্রথম প্রকাশঃ মে ২৬, ২০১৫ সময়ঃ ৬:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

নৃনচবর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় এবং আলোচিত কণ্ঠশিল্পী বেবী ইসলাম ইতোমধ্যেই সুরের মায়াবী জাল ছড়িয়ে ভক্তদের হৃদয় জয় করে নিয়েছেন ।

সম্প্রতি প্রকাশিত ‘মিক্স হিটস-২’ অ্যালবামে এ শিল্পীর গাওয়া ‘মেঘের শ্রাবণ’ গানটি  সারাদেশের সুর পিয়াসীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে ।

সম্প্রতি সিডি চয়েজের ব্যানারে অ্যালবামটি বাজারে এসেছে। জলি ভৌমিকের লেখা গানটি কম্পোজ করেছেন আশিকুর রহমান।

এর আগে সঙ্গীতার ব্যানারে প্রকাশিত বেবী ইসলামের প্রথম একক অ্যালবাম ‘যতো বেদনা’ও শ্রোতাদের মাঝে গ্রহণযোগ্যতা পেয়েছিল।

এ প্রসঙ্গে শিল্পী বলেন, ‘ছোটবেলা থেকেই আমার গান গাওয়া শুরু। হাতেখড়ি হয়েছে মায়ের কাছে। পরবর্তীতে ওস্তাদ রাম গোপাল দত্তের কাছে বেশ কিছুদিন তালিম নিয়েছি হিন্দোল একাডেমিতে।

সুরের মাঝেই বেঁচে থাকতে চান এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমার গাওয়া বর্তমান অ্যালবামের গানগুলো একটু ভিন্ন আঙ্গীকে অনেক যত্ন করে করা হয়েছে, আশা করছি সবার ভালো লাগবে।

শিল্পী বেবি ইসলাম গানের পাশাপাশি সমাজ সচেতনতা মুলক বিভিন্ন কর্মকান্ডেও জড়িত রয়েছেন।

প্রতিক্ষণ/এডি/সালাহউদ্দিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G