টাইটানিকের সঙ্গীত পরিচালক নিহত

প্রথম প্রকাশঃ জুন ২৩, ২০১৫ সময়ঃ ১:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

jamesজনপ্রিয় সঙ্গীত পরিচালক জেমস হর্নার বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। হর্নারের সহকারী সিলভিয়া প্যাট্রিকজা তার ফেজবুক পেজে হর্নারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভেঞ্চুরাতে তার ব্যক্তিগত বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। বিমানটি জেমস হর্নার নিজেই ওড়াতেন।

৩৭ বছরের চলচ্চিত্র জীবনে অ্যাভাটার, ব্রেভহার্ট, এ বিউটিফুল মাইন্ড, দ্য অ্যামেজিং স্পাইডার ম্যান এর মত জনপ্রিয় সব ছবিতে সুর দেন জেমস হর্নার।

জনপ্রিয় চলচ্চিত্র টাইটানিক এর কালজয়ী গান ‘মাই হার্ট উইল গো অন’ এর সঙ্গীত পরিচালক ছিলেন জেমস হর্নার।যিনি নিজের ক্যারিয়ারে দু’টি অস্কারই জিতেছেন টাইটানিক এর জন্য। এছাড়া, জেমস ক্যামেরুনের সিনেমা অ্যাভাটার টু এবং থ্রি-তেও তার সুর দেওয়ার কথা ছিলো।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G