ঈদে জয়ের ‘প্রার্থনা’

প্রথম প্রকাশঃ সেপ্টেম্বর ২, ২০১৫ সময়ঃ ১:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

joy

ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র  ‘প্রার্থনা’ সম্প্রতি প্রদর্শনের জন্য ছাড়পত্র পেয়েছে। এই চলচ্চিত্রটি প্রথমবারের মত পরিচালনা করছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। আসছে কোরবানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে এই চলচ্চিত্রটি।

ছবিটিতে পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন জয়। এছাড়াও অভিনয় করেছেন তৌকির আহমেদ, মৌসুমী নাগ, নওশীন, কল্যাণসহ আরো অনেকে।

ছবিটি নিয়ে জয় বলেন, ‘এটি আমার প্রথম চলচ্চিত্র। অনেক যত্ন আর ভালোবাসা নিয়ে তৈরি করেছি। নিজের অভিজ্ঞতার সবটুকুই নিংড়ে দিয়েছি। আশা করছি দর্শকরা ‘প্রার্থনা’ উপভোগ করবেন।’

তিনি আরো বলেন, ‘যারা আমাকে এই ছবিটি তৈরিতে সহযোগীতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবারের ঈদেই ছবিটি মুক্তি দিতে চাই।  এ বিষয়ে  ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের সঙ্গে কথা হয়েছে। তারাও এ বিষয়ে একমত।’ ছবির গল্প প্রসঙ্গে জয় বলেন, গল্পের প্রেক্ষাপট ইরানী চলচ্চিত্রের আদলে। এখানে মূলত তিনটি সামাজিক সমস্যাকে তোলে ধরা হয়েছে।

 

প্রতিক্ষন/এডমি/এফজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G