চাষী নজরুলকে শ্রদ্ধা জানালেন শাকিব

প্রথম প্রকাশঃ নভেম্বর ৭, ২০১৫ সময়ঃ ৪:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০২ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

sakib-chashi৬ নভেম্বর মুক্তি পেয়েছে প্রয়াত চাষী নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্র ‘অন্তরঙ্গ‘। ২৭টি প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হচ্ছে। একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই পরিচালককে শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন শাকিব খান।

 ৯ নভেম্বর এফডিসিতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি। সেখানে অংশ নেবেন শিল্পী সমিতি, পরিচালক সমিতি, প্রযোজক সমিতিসহ বাংলাদেশ চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট কলাকুশলী। এ ছাড়া ‘অন্তরঙ্গ’ ছবির টিকিট কিনে যে কেউ এফডিসির এই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন বলেও জানান শাকিব। শাকিব বলেন, ‘চাষী নজরুল ইসলাম কোনো দলের নন। তিনি চলচ্চিত্র ব্যক্তিত্ব। তাঁর দুটি ছবিতে আমি কাজ করেছি। এমন পরিচালককে শ্রদ্ধা জানানোটা শিল্পী হিসেবে আমার দায়িত্ব ও কর্তব্য।

 আশা করছি, আমাদের অনুষ্ঠানটি সবার অংশগ্রহণে উৎসবমুখর হবে।’ এ ছাড়া অনুষ্ঠানে সদ্য প্রয়াত সাংবাদিক আওলাদ হোসেনের পরিবারকেও ৫০ হাজার টাকার চেক দেবেন শাকিব। তবে একসময় চাষী নজরুল ইসলাম ও আওলাদ হোসেনের জানাজায় অংশ না নিয়ে বেশ সমালোচনায় পড়েছিলেন শাকিব খান। এ নিয়ে সংবাদমাধ্যমে নিন্দা জানিয়ে অনেক খবরও প্রকাশ হয়।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G