চাদ ভ্রমণের তথ্য

প্রকাশঃ নভেম্বর ৩০, ২০১৫ সময়ঃ ৫:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

chadচাঁদ নয় চাদ। উপগ্রহ নয় দেশ। সরকারী নাম চাদ প্রজাতন্ত্র, মধ্য আফ্রিকার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। এই দেশটির চাদ নামকরণ করা হয়েছে চাদ হ্রদের নামানুসারে। চাদ হ্রদ দেশটির বৃহত্তম এবং আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম জলাশয়। সমূদ্র থেকে দূরে অবস্থিত বলে এবং মরু জলবায়ুর কারণে চাদকে “আফ্রিকার মৃত হৃদয়” বলেও মাঝে মাঝে অভিহিত করা হয়।

সাহারা অঞ্চলে অবস্থিত তিবেস্তি পর্বতমালার এমি কৌসি চাদের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। রাজধানী এনজামেনা দেশটির বৃহত্তম শহর। চাদে ২০০ বেশি ধরনের জাতিগত ও ভাষাভিত্তিক গোষ্ঠীর বাস। ফরাসি ও আরবি এখানকার সরকারী ভাষা। ইসলাম ধর্ম সবচেয়ে বেশি প্রচলিত।

আসুন জেনে নেই চাদ ভ্রমণের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভ্রমণকালে কি করবেন কি করবেন না।
* প্রথম সাক্ষাতেই হ্যান্ডসেক করার প্রচলিত নিয়মটি চাদেও প্রযোজ্য। তবে কোন রুমে বা একসাথে কয়েকজনের সাথে সাক্ষাৎ হলে সবার সাথেই হাত মেলাতে ভুলবেন না। অন্যথায় আপনাকে অসামাজিক বলে বিবেচনা করা হবে। হ্যান্ডসেকে অবশ্যই ডান হাতের ব্যবহার করবেন। এটা এখানে শিষ্টাচার।
* আলাপে শুরুতেই চাদীয়ানরা সাধারণত ছোট সংলাপ ব্যবহার করতে পছন্দ করেন। যেমন- ‘সবাই কেমন আছে?’বা‘How’s the family?’
*কথা বলার সময় চাদীয়ানরা বেশ ঘনিষ্টভাবে দাড়ানো পছন্দ করেন। তবে বিপরীত লিঙ্গের সাথে নয়। আলাপের মাঝে জোর দেওয়া বা চুপ হতে বলার সময় পুরুষেরা প্রায়ই হাত দিয়ে কাঁধের উপর একে অপরকে স্পর্শ করে থাকে।
* কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলাটা এখানে শিষ্টাচার। তবে মাত্রাতিরিক্ত সরাসরি চোখে চোখ রেখে বলাটা অভদ্রতা। চদীয়ানরা এটিকে হুমকি হিসেবে নিয়ে থাকে।
* মনে রাখবেন কথার বলার সময় হাতের তালু উন্মুক্ত করে (অনেকটা হাত মেলে থামতে বলার ভঙ্গি)অঙ্গভঙ্গি করবেন না, চাদে এটা চূড়ান্ত পর্যায়ের অপমান বলে বিবেচনা করা হয়।
* চাদে পাবলিক প্লেসে ধুমপান করবেন না এটা দন্ডনীয় অপরাধ। তাছাড়াও চাদ বেশ রক্ষণশীল দেশ হওয়ার কারণে বাড়ির বাইরে হাফপ্যান্ট পরা শিষ্টাচার বহির্ভূত।
* ইউরোপের দেশগুলোর মতো চাদে কোন বয়সেই মদ পানে বৈধতা দেওয়া হয় না। মদ পান বা ব্যবসা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং দন্ডনীয়।
* পোষাকের ক্ষেত্রে দেশটিতে আপনাকে বেশ সতর্ক থাকতে হবে। বাইরে পুরুষের ক্ষেত্রে সবসময়ই ফরমাল পোষাক পরাটা এখানে আভিজাত্য। মহিলাদের ক্ষেত্রে সবসময়ই রক্ষনশীল পোষাক।
* চাদে বিভিন্ন অনুষ্ঠান বা বিশেষ দিনকে কেন্দ্র করে একে অপরকে উপহার দিয়ে থাকে। কাজেই আপনার কারো সাথে ভাল বন্ধুত্ব হলে অবশ্যই তাকে এই দিনগুলোতে উপহার দেওয়ার চেষ্টা করবেন। আর কেউ উপহার দিলে তা মোটেই ফিরিয়ে দেওয়া চলবে না।
* চাদে উপহার হিসেবে অ্যালকোহল জাতীয় কিছু দেওয়া যাবে না। যেমন- মLakechad_mapদ, বিড়ি-সিগারেট।
* কারো কাছ থেকে কোন উপহার পেলে তৎক্ষণাৎ সে জায়গায় বসে প্যাকেটটি খোলা উচিত নয়। এটা অভদ্রতা বলে বিবেচনা করা হয়ে থাকে।

মূলত খ্রিস্টপূর্ব ৭ম সহস্রাব্দের শুরুতে চাদ উপত্যকাতে বড় আকারের মনুষের বসতি স্থাপিত হয়। খ্রিস্টপূর্ব ১ম সহস্রাব্দ নাগাদ চাদের সাহেলীয় অঞ্চলটিতে বহু রাজ্য ও সাম্রাজ্যের উত্থান-পতন ঘটে; চাদের মধ্য দিয়ে চলে যাওয়া আন্তঃসাহারান বাণিজ্যপথটি নিয়ন্ত্রণ করাই ছিল এগুলির লক্ষ্য। ১৯২০ সালে ফ্রান্স দেশটি দখল করে এবং এটিকে ফরাসি বিষুবীয় আফ্রিকার অংশীভূত করে।

১৯৬০ সালে ফ্রঁসোয়া তোম্বালবাইয়ের নেতৃত্বে চাদ স্বাধীনতা অর্জন করে। বেশ কিছু দর্শনীয় স্থানসহ ভ্রমণের জন্য চাদ আর্দশ দেশ। ভ্রমণকারীর চোখ জুরোবে নানাবিধ প্রাকৃতিক সৌন্দর্যে। তবে ভ্রমণ বা বাস করতে যখনই যান না কেন ভ্রমণ তথ্য অব্যশই মনে রাখবেন।

 

প্রতিক্ষণ/এডি/জেবিএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G