বালুচর

প্রথম প্রকাশঃ জানুয়ারি ২৬, ২০১৬ সময়ঃ ৫:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৩ অপরাহ্ণ

রাকিব হাসান

বালুচর

তুষার ঝড় নেই, হিমালয়ের হিমবাহ গড়িয়ে পড়েনি
তবুও উত্তপ্ত স্রোত হিম হয়ে গেছে !
বরফ পানির মতো ধোঁয়াটে বাষ্প
স্বপ্নের মতো ছোঁয় ফুল- পাহাড়- নদী,
ক্লান্তির নোনাজলে প্রজাপতি ওড়ে,
রংধনুর রং ধুসর হয়ে আসে,
অতল গহীনে ভূকম্পন ওঠে
গঙ্গার জল খরস্রোতা পদ্মায় ভাসে,
ভাটা পড়ে আর ধুধু বালুচর জাগে।
ভাটা কি শুধুই টানে? নাহ! নি:শব্দে ফিরিয়েও দেয়,
শ্যেণ দৃষ্টির শপথ- ঝকঝকে দুপুরে জোয়ারে এসে
নি:স্তরঙ্গ স্রোতে-ই ভেসে যাবে
আকাশে মেঘ নেই, বৃষ্টিও হবার কথা নয়, হবেও না।
হিমশীতল স্রোতে, ঝড় উঠার কথাও নয়, উঠবেও না
ধুধু বালুচরে ভাসার কথা নয়, ভাসবেও না
শুধু প্রবালের গায়ে-হাইড্রা হয়েই বেঁচে রবে।

 

প্রতিক্ষণ/ এডি/ এল জেড

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G