জরিমানাসহ বৃহন্নলার জাতীয় পুরস্কার বাতিল

প্রথম প্রকাশঃ এপ্রিল ১৮, ২০১৬ সময়ঃ ৫:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

brihon....‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার – ২০১৪’ তে ‘সেরা চলচ্চিত্র’, ‘সেরা কাহিনীকার’ এবং ‘ সেরা সংলাপ’ রচয়িতা বিভাগে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছিলো পরিচালিত ‘বৃহন্নলা’ চলচ্চিত্রটি।

পশ্চিমবঙ্গের সাহিত্যিক সৈয়দ মোস্তফা সিরাজের ছোট গল্প ‘গাছটি বলেছিলো’ থেকে বৃহন্নলার মূল কাহিনী নেয়া হলেও কাহিনীকার হিসেবে পরিচালক মুরাদ পারভেজ নিজের নাম ব্যবহার করেন।

এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে ধারাবাহিক রিপোর্টের ফলে, গত সপ্তাহে জুরি বোর্ডের এক সভায় বৃহন্নলা চলচ্চিত্রের তিনটি পুরস্কারই বাতিলের পাশাপাশি পরিচালক মুরাদ পারভেজের বিরুদ্ধে জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়। এ প্রসঙ্গে জুরি বোর্ডের অন্যতম সদস্য ও বাংলাদেশ টেলিভিশনের বর্তমান মহাপরিচালক হারুন অর রশিদ গণমাধ্যমকে জানান,

‘মুরাদ পারভেজ অন্যের গল্পকে নিজের বলে চালানোর চেষ্টা করেছেন। বিষয়টি অত্যন্ত আইন ও নীতি গর্হিত কাজ। ফলে ছবির তিনটি বিভাগে পাওয়া পুরস্কার বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়াও সৃজনশীলতাকে প্রশ্নবিদ্ধ করায় পরিচালক মুরাদ পারভেজের কাছ থেকে ছবি নির্মাণের ২৪ রাখ টাকা সুদে আসলে চাওয়া হয়েছে। এক্ষেত্রে, নির্মাতা আবেদন করলে জরিমানার অর্থে কিছুটা ছাড় দেওয়া হতে পারে।’

এদিকে, ফেরদৌস-সাবা অভিনীত ‘বৃহন্নলার’ পুরস্কার বাতিল হয়ে যাওয়ায় সেরা চলচ্চিত্র হিসেবে ঘোষণা করা হয়েছে, দ্বিতীয় অবস্থানে থাকা ‘নেক্কাবরের মহাপ্রয়াণ’-চলচ্চিত্রকে। সেরা কাহিনীর হিসেবে ‘মেঘমল্লার’ চলচ্চিত্রের কাহিনীকার আখতারুজ্জামান ইলিয়াস এবং সেরা সংলাপ রচয়িতা হিসেবে একই চলচ্চিত্রের সংলাপ রচয়িতা জাহিদুর রহিম অঞ্জন নির্বাচিত হয়েছেন।

প্রতিক্ষণ/এডি/এস আর এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G