নিজস্ব প্রতিবেদক
কলকাতার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায়। লাস্যময়ী এই অভিনেত্রী অভিনয় করেছেন ঢাকার চলচ্চিত্রেও। ২০০৯ সালে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে গুণী এই অভিনেত্রীকে অভিনয়ে দেখা যায় নি ওপার বাংলাতেও।
তবে, শতাব্দী ভক্তদের জন্য সুখবর দীর্ঘ বিরতির পর ঢাকার চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় ফিরছেন তিনি। চিত্রনায়িকা ববি পরিচালিত ‘বিজলী’ অভিনয়ের জন্য চূড়ান্ত কথা দিয়েছেন তিনি। আগামী ২৩ এপ্রিল ছবির মহরতে অংশগ্রহণের জন্য ঢাকায় আসছেন শতাব্দী।
ইফতিখার চৌধুরী পরিচালিত ‘বিজলী’ চলচ্চিত্রে শতাব্দী রায়কে দেখা যাবে বিজ্ঞানী ড. জেনির চরিত্রে। এদিকে, কল্পনা নির্ভর এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো সুপার ওম্যান হিসেবে দেখা যাবে ববিকে।