চলচ্চিত্রের ষোলো আনাই প্রাপ্তি: রিনা খান

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ২:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

229d2879684b35e827be6f6d0912d126-7চার দশক ধরে সফলতার সঙ্গে খলনায়িকা চরিত্রে অভিনয় করছেন রিনা খান। শিল্পী সমিতির কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন এ অভিনেত্রী। বর্তমানে নিজের ব্যস্ততা নিয়ে আজ তার ইন্টারভিউ-

প্রশ্ন: কেমন আছেন?
রিনা খান: খুব ভালো আছি ।

প্রশ্ন: নিজেকে খলনায়িকা ভাবতে কেমন লাগে?
রিনা খান:এক কথায় অসাধারণ। এ চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে দক্ষতা দরকার। দর্শক আমাকে যেভাবে গ্রহণ করেছে তাতে আমার বিশ্বাস এ চরিত্র রূপায়ণে সার্থক হয়েছি। না হলে চার দশক ধরে চলচ্চিত্রে টিকে থাকতে পারতাম না।

প্রশ্ন: খলনায়িকা চরিত্র বেছে নেওয়া কেন?

রিনা খান: শুরুতে খলনায়িকা ছিলাম না। ১৯৮০ সালে প্রখ্যাত চলচ্চিত্রকার সুভাষ দত্তের ‘সোহাগ মিলন’ ছবিতে পাহাড়ি মেয়ে চরিত্রে একটি পজেটিভ রোল প্লে করেছিলাম। পরে দত্তদা তার ‘সবুজ সাথী’ ছবিতে আমাকে নেগেটিভ রোল প্লে করালেন। একই সঙ্গে শাবানা ম্যাডাম তার প্রযোজিত ‘মান সম্মান’ ছবিতে আমাকে অ্যান্টি রোল দিলেন। ভালো করলাম। এতে করে প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা নারায়ণ ঘোষ মিতা তার সব ছবিতে খলনায়িকা হিসেবে কাস্ট করলেন। ব্যস এভাবেই খলনায়িকা হিসেবে পথচলা শুরু হলো।

প্রশ্ন: খল চরিত্রে অভিনয় করে কখনো বিপদে পড়তে হয়নি?
রিনা খান: দর্শক একটু বাঁকা চোখে দেখে বলে ভালোই লাগে। বুঝতে পারি আমার অভিনয় সার্থক হয়েছে। চরিত্রের সঙ্গে মিশে যেতে পেরেছি। তাই কেউ নেগেটিভ রিঅ্যাক্ট করলে অনেক খুশি হই।

প্রশ্ন: চলচ্চিত্র থেকে প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাবটা কেমন?
রিনা খান: কোনো অপ্রাপ্তি নেই। ষোলো আনাই প্রাপ্তি। আজকে অভিনেত্রী রিনা খান হিসেবে প্রতিষ্ঠা, অর্থ, যশ, খ্যাতি লাভ, দর্শকের অফুরন্ত ভালোবাসা পাওয়া সবই তো চলচ্চিত্রের কল্যাণে হয়েছে।

প্রশ্ন: চলচ্চিত্রে আসা কীভাবে?
রিনা খান: শখের বশে এবং মায়ের উৎসাহে। আমি ছোটবেলা থেকেই স্পোর্টসের সঙ্গে যুক্ত ছিলাম। ১৯৭৮ সালে যখন বাংলাদেশে অলিম্পিক গেমের আয়োজন হয় সেবার এতে সাইক্লিংয়ে স্বর্ণপদক পাই। পরে মাথায় অভিনয়ের পোকা জেঁকে বসায় সোজা মাঠ থেকে বড় পর্দায় উঠে এলাম।

প্রশ্ন: এখন ব্যস্ততা কেমন?
রিনা খান: খুবই ব্যস্ত বলতে পারেন। অর্ধ ডজনেরও বেশি ছবির শুটিং নিয়ে রাত-দিনের অধিকাংশ সময় পার করছি। এসব ছবির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- গুণ্ডামি, ভালোবাসা ষোলো আনা, ভালোবাসার অধিকার, প্রেমতো হতেই পারে, সত্তা প্রভৃতি।

ধন্যবাদ আপনাকে।
রিনা খান: আপনাকেও অনেক ধন্যবাদ।

 

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2024
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
20G