জার্মানিতে আলো ছড়াচ্ছে কৃত্রিম সূর্য

প্রকাশঃ মার্চ ২৭, ২০১৭ সময়ঃ ৮:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

বিজ্ঞানীদের দীর্ঘ গবেষণার পর, অবশেষে জার্মানিতে আলো ছড়াচ্ছে বিশ্বের বৃহত্তম কৃত্রিম সূর্য সিনলাইট। সম্প্রতি এই কৃত্রিম সূর্যের উদ্বোধন করেন দেশটির পরিবেশমন্ত্রী জোহান্স রেমেল, অর্থমন্ত্রী গর্গ মেনজেন এবং জার্মান অরোস্পেস সেন্টারের নির্বাহী বোর্ডের সদস্য কার্স্টেন লেমের।

যেসব এলাকায় সৌরশক্তি পৌঁছায় না, সেসব স্থানের কথা বিবেচনায় রেখেই এ কৃত্রিম সূর্য তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।

তিনতলা ভবনের সমান কৃত্রিম সূর্য সিনলাইটে রয়েছে ১৪০ জেনন শর্ট আর্ক ল্যাম্প। এই ল্যাম্পগুলোর ক্ষমতা ৩৫০ কিলোওয়াট। এটি তিন হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তাপ তৈরি করতে পারে।

এছাড়াও পৃথিবীতে সোলার রেডিয়েশনের ১০ হাজার গুণ পরিমাণ উৎপাদন করতে পারে সিনলাইট। এর ইউভি রেডিয়েশনও সূর্যের সমান। একটি ছোট রিয়াক্টর ডিভাইসের ভেতরে রাখা মেটাল শিটের ওপর একে ফোকাস করা হলে সে পানি ভেঙ্গে হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি করতে পারে।

গবেষকদের মতে, সিনলাইটের ফলে প্রচুর পরিমাণে হাইড্রোজেন উৎপন্ন করা সম্ভব। এটি ব্যবহার করা যাবে শিল্প-কারখানাসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে।

 

প্রতিক্ষণ/এডি/এস.টি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G