সরিয়ে নেওয়া হলো ‘আল্লাহ মেহেরবান’

প্রথম প্রকাশঃ মে ৩০, ২০১৭ সময়ঃ ২:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৭ পূর্বাহ্ণ

উকিল নোটিশ পাওয়ার দু’দিনের মধ্যে ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হলো বিতর্ক সৃষ্টিকারী আইটেম নাম্বার ‘আল্লাহ মেহেরবান’-এর ভিডিও। ২৯ মে রাত দুটোর পর থেকে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি আর দেখা যাচ্ছে না।

এর আগে আল্লাহর পবিত্র নামকে জঘন্যভাবে চিত্রায়িত হয়েছে উল্লেখ করে জাজ মাল্টিমিডিয়াকে ‘আল্লাহ মেহেরবান’ গানটি তিনদিনের মধ্যে ইউটিউব থেকে সরিয়ে ফেলতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। ধর্মীয় আবহে গানটির কথা লেখা হলেও সুর, নাচ ও ফারিয়ার পোশাকে দেখা গেছে তার উল্টোটি। এমনটি ঢালিউডে আগে কখনোই দেখা যায়নি।

তবে, গানটি সরানো নিয়ে মুখ খুলেনি জাজ মাল্টিমিডিয়া কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ বর্তমানে জার্মানি রয়েছেন। দেশত্যাগের আগে তিনি বলেছিলেন, বিষয়টি আইনিভাবে মোকাবেলা করবেন।

প্রাঞ্জলের কথায় ‘আল্লাহ মেহেরবান’-এর সুর ও সঙ্গীত করেছেন জিৎ গাঙ্গুলি। কণ্ঠ দিয়েছেন নাকাশ আজিজ ও জনিতা গান্ধী।

‘বস টু’ ঈদুল ফিতরে বাংলাদেশ ও ভারতে মুক্তি পাবে। পরিচালনা করেছেন বাবা যাদব। আরো অভিনয় করেছেন জিৎ, শুভশ্রী গাঙ্গুলি, ইন্দ্রনীল সেনগুপ্ত ও অমিত হাসান। প্রযোজনা করেছেন ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার গ্রাসরুট এন্টারটেইনমেন্ট।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G