প্রথম আকাশচারীকে নিয়ে বাংলায় চলচ্চিত্র নির্মান

প্রকাশঃ মার্চ ৯, ২০২০ সময়ঃ ১২:০৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩০ পূর্বাহ্ণ

মৃত্যুর ১২৮ বছর পর প্রথম আকাশচারীকে নিয়ে চলচ্চিত্র নির্মান করলেন খ্যাতিমান পর্যটক এলিজা বিনতে এলাহী।স্বল্প দৈর্ঘ্যের এই চলচ্চিত্রের নাম  ‘ইন সার্চ অব জিনেট ভানতাসেল’।

বাংলায় প্রথম বেলুন আকাশচারী জিনেট ভানতাসেল ছিলেন একজন মার্কিন তরুণী। তৎকালীন ঢাকার নবাবদের আমন্ত্রণে তিনি আমেরিকা থেকে ঢাকায় আসেন। তাকে নিয়েই নির্মিত এ চলচ্চিত্রটি রোববার (৮ মার্চ) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে প্রদর্শিত হয়।

সারা বিশ্বের নারীদের প্রতি সম্মান, শ্রদ্ধা ও তাদের প্রতি সংহতি জানাতে ‘কোয়েস্ট এ হেরিটেজ জার্নি অব বাংলাদেশ’ আয়োজন করে ‘বাংলায় প্রথম বেলুন আকাশচারীর গল্প কথা’ শিরোনামে এ প্রদর্শনী।

আকাশচারী মার্কিন নারী জিনেট ভানতাসেল বাংলাদেশে আসেন ১৮৯২ সালের ১৬ মার্চ। ঢাকার নবাব আহসান উল্লাহর আমন্ত্রণে তিনি ঢাকায় আসেন। বুড়িগঙ্গা নদীর ওপর থেকে বেলুনে চড়ে জলরাশি পাড়ি দিতে আকাশে উড়েন জিনেট ভানতাসেল। দুঃসাহসিক এই অভিযান নিজ চোখে দেখতে নদীর দুই পাড়ে ভিড় জমান হাজারো মানুষ। আর নবাবরা সেটি দেখেন আহসান মঞ্জিলের ছাদে বসে।

তবে ভানতাসেলের সেই দুঃসাহসিক অভিযানের সমাপ্তি ঘটে দুর্ঘটনার মধ্য দিয়ে। নদী পাড়ি দিয়ে আহসান মঞ্জিলের ছাদে নামার কথা ছিল তার। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে আহসান মঞ্জিলের ছাদে নামা সম্ভব হয়নি। এ অভিযানে দুর্ঘটনার শিকার হয়ে মারা যান তিনি।

ভানতাসেল স্মরণে এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন এলিজা বিনতে এলাহী। তিনি এরইমধ্যে বিশ্ব ও বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থাপত্যগুলো ঘুরে দেখছেনে । এছাড়া বিশ্ব পর্যটক এলিজা দেশ-বিদেশের ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো পরিদর্শন করার পাশাপাশি সেগুলোর বিষয়ে সবাইকে জানাতে গবেষণার পাশাপাশি ভ্রমণ চলচ্চিত্র বা ট্রাভেল ভিডিও নির্মাণ করেছেন।

প্রতি /এডি/ রন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G