কোভিড – চীনে এ পর্যন্ত ১৪ হাজার ৭ শত জন মারা গেছে

প্রকাশঃ জানুয়ারি ৫, ২০২৩ সময়ঃ ১২:০৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

চীন দেশে কোভিডের প্রকৃত তথ্য কম প্রকাশ করছে – বিশেষ করে মৃত্যুর তথ্য- বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে। গত মাসে বেশিরভাগ বিধিনিষেধ অপসারণের ফলে কোভিড আক্রান্ত কেসের সংখ্যা বেড়েছে।

যুক্তরাজ্যের বিজ্ঞান তথ্য সংস্থা এয়ারফিনিটি অনুমান করেছে চীনে দিনে দুই মিলিয়নেরও বেশি কোভিড নতুন কেস হচ্ছে এবং ১৪ হাজার ৭ শত জন মারা গেছে।

কিন্তু চীন দৈনিক কোভিড আক্রান্ত কেসের সংখ্যা তথ্য প্রকাশ করা বন্ধ করে দিয়েছে। এমনকি চীন তার নিজস্ব কঠোর মানদণ্ড ব্যবহার করে ডিসেম্বর থেকে শুধুমাত্র ২২টি কোভিড মৃত্যুর ঘোষণা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যা প্রকৃত তথ্য নয়।

ডাব্লুএইচওর জরুরী বিভাগের পরিচালক ডাঃ মাইকেল রায়ান বলেছেন “আমরা বিশ্বাস করি যে (কোভিড মৃত্যুর) চীনা কোভিড তথ্য গুলো খুবই সংকীর্ণ।”

ডাঃ রায়ান বলেন, চীনের পরিসংখ্যান “হাসপাতালে ভর্তির ক্ষেত্রে, আইসিইউতে ভর্তির ক্ষেত্রে এবং বিশেষ করে মৃত্যুর ক্ষেত্রে রোগের প্রকৃত তথ্য গুলো কম উপস্থাপন করছে চীন।”

তিনি আরো বলেন, “চীন সাম্প্রতিক সপ্তাহগুলিতে হু-এর সাথে তার সম্পৃক্ততা বাড়িয়েছে এবং বলেছে তিনি “আরও ব্যাপক তথ্য” পাওয়ার অপেক্ষায় রয়েছেন।

তবে তিনি পরামর্শ দিয়েছেন স্বতন্ত্র স্বাস্থ্যকর্মীরা তাদের নিজস্ব তথ্য ও অভিজ্ঞতা রিপোর্ট করতে পারে।

এ প্রসঙ্গে ডাঃ রায়ান বলেন, “আমরা এই মৃত্যু এবং এই মামলার রিপোর্ট করা ডাক্তার এবং নার্সদের নিরুৎসাহিত করি না। সমাজে রোগের প্রকৃত প্রভাব রেকর্ড করতে সক্ষম হওয়ার জন্য আমাদের একটি উন্মুক্ত পদ্ধতি রয়েছে।”

সূত্র : বিবিসি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G