অজ্ঞাত রোগে নষ্ট হচ্ছে ধান ক্ষেত

প্রকাশঃ অক্টোবর ২৮, ২০১৫ সময়ঃ ৪:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Rice-Paddy বিপুল পরিমাণ ধান উৎপাদিত হওয়ায়; উত্তরের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত দিনাজপুর জেলা। তবে, চলতি মৌসুমে অজ্ঞাত রোগের আক্রমনে আমনের ক্ষেত নষ্ট হওয়ায়; এখন দিশেহারা জেলার কৃষক।

তারা বলছেন, এই রোগ নিয়ে কৃষি বিভাগের পরামর্শ কাজে আসছে না। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, সঠিক মাত্রায় ওষুধ প্রয়োগ না করায়; মিলছে না সুফল। বিস্তীর্ণ আমনের ক্ষেত এখন বিবর্ণ।সোনালি ধানে কৃষকের মনে যখন দোল দেয়ার কথা, তখনই দুঃশ্চিন্তার কারণ হয়েছে অজ্ঞাত এক রোগ। ধানের শীষ আসার আগ মুহুর্তে এমন বিপদে দিশেহারা দিনাজপুরের কৃষকরা। জানান, আমন ক্ষেতের এই রোগ সঠিকভাবে নির্নয় করতে না পারায় বিভিন্ন ওষুধ প্রয়োগ করে চলেছেন। কিন্তু, এতেও কোন প্রতিকার না হওয়ায় কাঙ্খিত ফলন না পাওয়ার আশংকা তাদের।

প্রান্তিক কৃষক এই রোগকে অজ্ঞাত বললেও কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, ব্যাকটেরিয়াল লিফ ব্ল্যাইট রোগ। জমিতে পটাশের ঘাটতি থাকলে দেখা দেয় এই রোগ।তবে চাষীদের অভিযোগ, কৃষি বিভাগের পরামর্শে সুফল পাচ্ছেন না তারা। যদিও ভিন্নমত কৃষি কর্মকর্তার। আমন ধানের এই রোগ নির্মূলে কেবল প্রতিশ্রুতি নয়, কার্যকর পদক্ষেপ চান জেলার চাষীরা।

প্রতিক্ষণ/এডি/বিএ

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G