অল্প হলেও দাম কমলো এলপিজি গ্যাসের

প্রকাশঃ জানুয়ারি ৩, ২০২৩ সময়ঃ ১০:১৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৫ পূর্বাহ্ণ

বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সর্বশেষ জানুয়ারি মাসে এলপি গ্যাসের দাম কমিয়ে নতুন দাম ঘোষণা করেছে। যদিও নতুন ঘোষণায় দামের সাথে আগের দামের খুব যে একটা ফারাক তা নয়। ১২৯৭ টাকা থেকে দাম কমিয়ে সেটা করা হয়েছে ১২৩২ টাকা। তবে এটা ঠিক যে, অল্প হলেও দাম খানিকটা কমেছে।

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)’র দাম প্রতি কেজিতে ৫.৩৯ টাকা কমিয়ে ১০২.৭০ টাকায় নামিয়ে এনে দাম সমন্বয় করা হয়েছে। আগের রেট ছিল ১০৮.০৯ টাকা প্রতি কেজি।

নতুন দামে ১২ কেজির এলপিজি সিলিন্ডার ১,২৯৭ টাকার পরিবর্তে ১,২৩২ টাকায় বিক্রি হবে বলে ঘোষণা দিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন। বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল এক ভার্চ্যুয়াল প্রেস ব্রিফিংয়ে নতুন এ দাম ঘোষণা করেছেন। এখন থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

তিনি বলেন, বিভিন্ন সাইজের সিলিন্ডারের এলপিজির দাম- ৫.৫-কেজি থেকে ৪৫-কেজি- এই দাম অনুযায়ী নির্ধারণ করা হবে।

এনার্জি রেগুলেটরি কমিশনের ঘোষণা অনুযায়ী, ‘অটো গ্যাস’ (মোটরযানে ব্যবহৃত এলপিজি)’র দাম আগের প্রতি লিটার ৬০.৪১ টাকা থেকে কমে প্রতি লিটার ৫৭.৪১ টাকা হবে।

তবে রাষ্ট্রায়ত্ত এলপি গ্যাস কোম্পানির বাজারজাতকৃত এলপিজি’র দাম একই থাকবে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G