অসম্ভব সুন্দর কয়েকটি বিচ রিসোর্ট

প্রকাশঃ জানুয়ারি ১৬, ২০১৬ সময়ঃ ২:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৫ পূর্বাহ্ণ

প্রিয় মানুষটিকে সাথে নিয়ে অসম্ভব সুন্দর কোথাও ঘুরতে গেলে তখন সেই মুহূর্তটি হয়ে যায় আরো স্মৃতিমধুর। যদি প্রিয়জনকে নিয়ে ঘুরতে যেতে চান তাহলে ঘুরে আসুন এমন স্থান থেকে যার স্মৃতি মনে থাকবে চিরকাল। চলুন আজ দেখে নিই এমনই অসাধারণ সুন্দর ৫টি রোম্যান্টিক ‘বিচ রিসোর্ট’ যা আপনার ভ্রমণকে করবে স্বরণীয়।

১) ফোর সিজনস, বোরা বোরা, ফ্রেঞ্চ পলিনেশিয়া

বিচ

অসম্ভব সুন্দর বিলাসবহুল এই বিচ রিসোর্টটিকে বলা হয় বিশ্বের সেরা রোমান্টিক স্থানগুলোর মধ্যে অন্যতম এবং একে আখ্যায়িত করা হয় বিশ্বের সেরা বিচ হোটেল হিসেবে। পানির উপর ও ফ্রন্ট বিচ ভিউ ভিলা, সানসেট ক্রুজসহ আরও রোমাঞ্চকর বিলাসিতা রয়েছে এখানে।

২) আমানকিলা, বালি

বালি

একপাশে সমুদ্র এবং একপাশে পর্বতের এই অসাধারণ রিসোর্টটি বালির সবচাইতে সুন্দর রিসোর্ট হিসেবে পরিচিত। এই রিসোর্টে রয়েছে বিলাসবহুল ৩৪টি স্যুইট। রিসোর্টে বেড়াতে আসা সকলেই রিসোর্টের ৩ স্তরের অসাধারণ সুন্দর ও মোহনীয় সুইমিং পুলে এবং মজা নিতে পারেন বিচ ক্লাবের। লাইভ মিউজিক এবং ট্র্যাডিশনাল নাচের মাধ্যমে বরণ করা এই রিসোর্টটি আতিথেয়তায় বিশ্বসেরা।

৩) Al Cielo, মেক্সিকো

beachম

সামনে সৈকতের অসাধারণ ভিউ রেখে এই রিসোর্টটি তৈরি হয়েছে ৪ টি রাস্টিক স্টাইল্ড রুম নিয়ে। এবং এই ৪টি রুমের রয়েছে আলাদা নাম-ওয়াতারম, আর্থ, এয়ার এবং ফায়ার। কিং সাইজ বেড, ও্যাক ইন ক্লজিট, ঝুলন্ত বিছানা, মিনি বার এবং কমপ্লিমেন্টারি ম্যাসাজ এই রিসোর্টের মূল আকর্ষণের মধ্যে অন্যতম।

৪) ইন্টারকন্টিনেন্টাল রিসোর্ট, মরিশাস

beach

বালাকলাভা সৈকতে অবস্থিত মরিশাসের সবচাইতে রোমান্টিক স্থানগুলোর মধ্যে একটি হচ্ছে এই ইন্টারকন্টিনেন্টাল রিসোর্টটি। বিলাসবহুল এই রিসোর্টটি এমনভাবে তৈরি করা হয়েছে যার প্রায় প্রতিটি রুম থেকেই অবলোকন করা যায় অসম্ভব সুন্দর ভিউ। এই রিসোর্টে দুই ধরনের রুম পাওয়া যায় ‘ডিলাক্স ওশান’ এবং ‘ডিলাক্স টেরেস ওশান’।

৫) ফোর্ট আগুয়াডা বিচ রিসোর্ট, গোয়া

গোয়া

অ্যারাবিয়ান সমুদ্র সৈকতের উপরে তৈরি অসাধারণ অতিথি পরায়ণ এবং নিজেদের সার্ভিসের কারণে বিশ্বসেরা এই অসাধারণ বিচ রিসোর্টটি আমাদের পাশের দেশ ভারতের গোয়াতেই অবস্থিত। প্রিয়জনকে নিয়ে রোমান্টিক মুহূর্ত কাটাতে চাইতে ঘুরে আসতে পারেন অসাধারণ এই বিচ রিসোর্ট থেকে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G