অস্কারে সেরা চলচ্চিত্র ‘বার্ডম্যান’, পরিচালক ‘ইনারিতু’

প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ১২:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

Alejandro_bg_697233471আজ সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় লসঅ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৮৭তম অস্কাররে আসর বসে।

অনুষ্ঠানটি ‘অ্যান্ড দ্য অস্কার গোজ টু’ এ কয়েকটা শব্দ উচ্চারণের সঙ্গে সঙ্গে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে নামে পিনপতন নিরবতা।

তবে মাত্র কয়েক সেকেন্ডের জন্য। তারপর শিহরন যেন সর্বোচ্চ পর্যায়ে উঠে যায়।

তার সঙ্গে যোগ দেয় সারাবিশ্বের কয়েক মিলিয়ন দর্শক। অস্কার পুরস্কার নামে পরিচিত একাডেমি অ্যাওয়ার্ড মঞ্চে বাংলাদেশ সময় সোমবার সকালে বরাবরের মতোই একই ঘটনা ঘটেছে।

সেখানে দেখা যায় সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য ও সেরা সিনেমা, একাই তিন তিনটি পুরস্কার। বিদ্রুপাত্মক ছবি ‘বার্ডম্যান’ তিনটি ক্যাটাগরিতে অস্কার বাগিয়ে নেয়। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৮৭তম আসরে সেরা ছবির পুরস্কার পেয়েছে এটি। একই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন আলেসান্দ্রো গনজালেজ ইনারিতু।

ইনারিতুর চেয়ে ‘বয়হুড’ ছবির জন্য রিচার্ড লিঙ্কলেটারকে বেশি ফেভারিট ভাবা হলেও ‘বার্ডম্যান’ সিনেমাটি নির্মাণ করে সেরা পরিচালকের পুরস্কারটি পেলেন মেক্সিকান চলচ্চিত্রকার ইনারিতু।

‘স্টিল অ্যালিস’ ছবিতে আলজেইমার রোগীর ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য আর সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জুলিয়ানি মুর। এর আগে গোল্ডেন গ্লোব, বাফটা, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) অ্যাওয়ার্ডস, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের পর স্পিরিট অ্যাওয়ার্ডসও জিতেছেন ৫৪ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রী।

‘বয়হুড’ ছবিতে মায়ের ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য স্বীকৃতি হিসেবে এবারের আসরে সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জিতলেন প্যাট্রিসিয়া আর্কেট। তার কারণে পুরস্কার পেলেন না রেকর্ড ১৯বারের মতো মনোনয়ন পাওয়া মেরিল স্ট্রিপের। এর আগে তিনবার অস্কার জিতেছেন তিনি।

সেরা ডকুমেন্টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে ‘সিটিজেনফোর’।

এবার এক নজরে পুরস্কারের তালিকা দেখে নেওয়া যাক-

সেরা চলচ্চিত্র : বার্ডম্যান

সেরা পরিচালক : আলজান্দ্রো গঞ্জালেস ইনারিত্তু (বার্ডম্যান)

সেরা অভিনেতা : এডি রেডমাইন (দ্য থিওরি অব এভরিথিং)

সেরা অভিনেত্রী : জুলিয়ান মুর (স্টিল অ্যালাইস)

সেরা পার্শ্ব অভিনেতা : জেকে সিমন্স (হুইপল্যাশ)

সেরা পার্শ্ব অভিনেত্রী : প্যাট্রিসিয়া অ্যারকুইটি (বয়হুড)

সেরা চিত্রনাট্য (সম্পাদিত) : দ্য ইমিটেশন গেম

সেরা মূল চিত্রনাট্য : বার্ডম্যান

সেরা অ্যানিমেশন পূর্ণদৈর্ঘ্য : বিগ হিরো ৬

সেরা অ্যানিমেশন স্বল্পদৈর্ঘ্য : ফিয়াস্ট

সেরা সিনেমাটোগ্রাফি : বার্ডম্যান

সেরা পোশাক পরিকল্পনা : দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল

সেরা ডকুমেন্টারি পূর্ণদৈর্ঘ্য : সিটিজেনফোর

সেরা ডকুমেন্টারি স্বল্পদৈর্ঘ্য : ক্রাইসিস হটলাইন: ভেটেরান প্রেস ১

সেরা চলচ্চিত্র সম্পাদনা : হুইপল্যাশ

সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র : ইডা (পোল্যান্ড)

সেরা লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য : দ্য ফোন কল

সেরা মেক-আপ ও চুলসজ্জা : দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল

সেরা সঙ্গীত : দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল

সেরা প্রডাকশন ডিজাইন : দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল

সেরা গান : গ্লোরি- সেলমা

সেরা সাউন্ড এডিটিং : আমেরিকান স্নাইপার

সেরা ভিজ্যুয়াল এফেক্টস : ইন্টারস্টেলার।

প্রতিক্ষণ/এডি/সুমন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G