অস্পষ্ট —— রাকিব হাসান

প্রথম প্রকাশঃ মার্চ ১৪, ২০১৫ সময়ঃ ৫:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৬ অপরাহ্ণ

Meg

 

 

 

 

 

 

 

 

 

 

 

যতনে বাঁধানো ফটোগ্রাফের ওপর
জমে যাওয়া ধুলো মুছে,
স্মৃতির আকাশের ভারাক্রান্ত জল
যেন বৃষ্টির পরই রোদ ওঠে ।

ঊচ্ছ্বাসের ঢেউয়ে, পালতোলা নৌকায়
কালবৈশাখী ঝড় ওঠে,
মনের আঙ্গিনায় শিউলি-হেনা ঝরে
এখন বর্ষার কদমই শুধু ফোটে।

প্রাণোচ্ছ্বল স্বর্ণালী দিনের
স্মৃতির ঝাঁপিটি খুলে,
হেমন্তের মিষ্টি বাতাস বলে
একটি জল ছবি আঁক, তোমার ক্যানভাস জুড়ে।

রঙধনু থেকে ধার করা রঙ
ধুসর- শুভ্র হয়ে আসে,
মনের গহিনে জমে ওঠা মেঘ
আরও ফুলে ফেঁপে ওঠে।

আঁকতে গিয়ে রং তুলিটা
বারে বারে কেঁপে ওঠে
জল ছবির জল মুছে গিয়ে
শুধু স্মৃতিই ভাস্বর হয়ে ফোটে।

— ৩০ শে আগস্ট ২০১৪, দুপুর-১ টা, বার্তা কক্ষ, একুশে টেলিভিশন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G