আফগানদের মার্কিনীদের অসহযোগিতা, সিগারের রিপোর্টে সমালোচনা

প্রকাশঃ নভেম্বর ৩, ২০২২ সময়ঃ ১২:২৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৪ পূর্বাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

একটি মার্কিন সরকারী সংস্থা বুধবার রাষ্ট্রপতি জো বাইডেনের প্রশাসনকে সমালোচনা করেছে। এর কারণ, ২০২১ সালের আগস্টে তালেবান দখলের পর থেকে আফগানিস্তানে মার্কিন মানবিক সহায়তায় প্রায় ১.১ বিলিয়ন ডলার বাধা দেওয়ার জন্য সমালোচনার শুরু।

স্পেশাল ইন্সপেক্টর জেনারেল ফর আফগানিস্তান পুনর্গঠন প্রসঙ্গে সিগার তাদের ত্রৈমাসিক প্রতিবেদনে বলেছে, ওয়াশিংটন যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ এশিয়ার দেশটির জন্য একক বৃহত্তম দাতা। সংস্থাটি এক দশকেরও বেশি সময় ধরে আফগানিস্তানে মার্কিন সংস্থার কর্মসূচি পর্যালোচনা করছে এবং নিজ দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের অপ-ব্যয়ের সমালোচনা করছে।

“সিগার তার ইতিহাসে প্রথমবারের মতো মার্কিন সংস্থাগুলির অসহযোগিতার কথা রিপোর্টে বলেছে। কারণে এই ত্রৈমাসিকে কংগ্রেস এবং আমেরিকান জনগণকে এই মার্কিন সরকারের ব্যয়ের সম্পূর্ণ হিসাব দিতে অক্ষম।

“ইউ.এস. এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি), আফগানিস্তানের জন্য বর্তমান মার্কিন অর্থায়নের সিংহভাগ পরিচালনা করে এবং ট্রেজারি ডিপার্টমেন্ট, কোনো ক্ষমতায় সিগার-কে সহযোগিতা করতে অস্বীকার করে।” স্টেট ডিপার্টমেন্ট “প্রদত্ত তথ্যে নির্বাচিত ছিল।” রিপোর্টে জোর দিয়ে এটা বলা হয়েছে।

সহযোগিতার অভাব ২০০৮ সালের আইনের “সরাসরি লঙ্ঘন” যা সিগার তৈরি করেছিল। সে প্রতিবেদনে বলা হয়েছে, কিছু সংস্থা কয়েক মাস ধরে পর্যালোকদের বা নিরীক্ষককে প্রত্যাখ্যান করেছে৷ ইউএসএআইডি এবং স্টেট ডিপার্টমেন্ট সিগার রিপোর্টের জবাবে বলেছে, আফগানিস্তানে বর্তমান মার্কিন প্রোগ্রামিং “মানবিক ও উন্নয়ন সহায়তা” এবং “পুনর্গঠন কার্যক্রমের সাথে সম্পর্কহীন”।

সূত্র : ভয়েজ অব আমেরিকা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G