আফগানিস্তানের স্কুলে বোমা হামলা : নিহত ১৫

প্রকাশঃ ডিসেম্বর ১, ২০২২ সময়ঃ ১২:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০০ পূর্বাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

আফগানিস্তানের স্কুলে বোমা হামলা। অন্তত ১৬ জনের মৃত্যুর খবর দিয়েছে আল-জাজিরা। আহত আরও অনেকে। সংবাদ সংস্থা আলজাজিরা সূত্রের খবর, বুধবার উত্তর আফগানিস্তানের একটি মাদ্রাসা আচমকা কেঁপে ওঠে বিস্ফোরণে। মৃতদের মধ্যে স্কুলপড়ুয়ারাও রয়েছে বলে জানা গিয়েছে। তবে এই হামলায় কত জন শিশুর মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি আফগান সরকার।

সংবাদ সংস্থা এএফপি-কে একটি হাসপাতাল থেকে জানানো হয়েছে আফগানিস্তানের এই বোমা হামলায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এখনও কোনও সংগঠনের তরফে এই হামলার দায় স্বীকার করা হয়নি।

সূত্রের খবর, আফগানিস্তানের সমঙ্গন প্রদেশের ওই মাদ্রাসায় বুধবার স্থানীয় সময় বেলা ১২:৪৫ নাগাদ বোমা ফাটে। তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে চার দিক। তালিবানের তরফে ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন।

শহরের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত জহিদা মাদ্রাসায় হামলাটি হয়েছে। সেখানে তখন প্রার্থনা সেরে সবে উঠছিলেন ছাত্র এবং শিক্ষকেরা। কাবুলের এক চিকিৎসক জানিয়েছেন, মৃতদের অধিকাংশই শিশু এবং সাধারণ মানুষ।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G