আবার ফিরবে মাঝি

প্রথম প্রকাশঃ জানুয়ারি ৪, ২০১৬ সময়ঃ ৭:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৫ অপরাহ্ণ

শারমিন আকতার

mesbahed

অনেক ব্যস্ততা

খবরের খোঁজে এদিক সেদিক ঘোরা,  দিনশেষে নিজেই নিজের খবর হওয়া।

জীবনের চাকায় সত্য আজ পিষ্ট, তবু কন্ঠ হয়নি রোধ।

সাহসী অতন্দ্র প্রহরী সৈনিকের মতো

এগিয়ে যাবে তুমি জরাজীর্ণ শীর্ণকায় বিচ্ছিরি রকমের অতীতকে দুমরে মুচড়ে পেছনে ফেলে।

আবার নতুন ভোরের আলোই তোমার সমস্ত মন প্রাণ হবে উজ্জীবিত।

তুমি উঠে দাঁড়াবে প্রতিনিয়ত নিয়তির খেলায় যারা যুদ্ধ করে বিজয়ের নোঙ্গরে ভিড়ে ঠিক তাদের মতো।

সেখানে তুমিতো একা নও,

তোমার বয়ে চলা নৌকার হাল ধরে আছে একদল মাঝ দরিয়ার মাঝি।

প্রখর রৌদ্রের উত্তপ্ত শিখা,  শিরা উপশিরার জটিল গুণনে নিখুঁত বুননে

 বুনে চলেছে অসময়ের বেড়াজাল ভেদ করে সুসময়ের রঙিন পাত্রে পরম যত্নে বিন্দুবিন্দু জলের আদলে সূক্ষ্ণ রেখায়।

 কখনও ত্রিভুজ আর কখনও চতুর্ভুজের সীমারেখায় উচ্ছল আনন্দে এক বিন্দুতে মিলিত হয়।

আর সেখানেই জন্ম হয় এক নতুন দিগন্তের,

যার প্রতিটি নিশ্বাসে বিশুদ্ধ অক্সিজেন তিলে তিলে গড়ে দেয় এক নিখাদ বিশ্বাস

 অটল পাহাড়ের মতো, অটুট হিমালয়ের মতো; সত্য থেকে আরও গভীর সত্যের সন্ধানে।

আবার ফিরবে মাঝি শক্ত হাতে রঙিন বৈঠা নিয়ে উজান গাঙের পাড়ে এক জ্বলজ্বল করা উজ্জ্বল পিদিম নিয়ে

থেমে থাকা তরীর হাল ধরতে।

#

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G