একটা চাঁদ ছাড়া রাত আঁধার কালো (ভিডিওসহ)

প্রথম প্রকাশঃ মে ১০, ২০১৫ সময়ঃ ১:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৭ অপরাহ্ণ

গীতিকার: কবির বকুলSMBG_752229575
শিল্পী: কুমার বিশ্বজিৎ

একটা চাঁদ ছাড়া রাত আঁধার কালো !!!
মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো !!!
মা গো মা , মা গো মা !!!
তুমি চোখের এতো কাছে থেকেও !!!
দূরে কেন বলোনা ???
মা গো মা, মা গো মা !!!

একটু স্নেহ, একটু আদর !!!
একটু তোমার মায়া !!!
পাইনি মাগো অনেক বছর !!!
তোমার আঁচল ছায়া !!!

OLYMPUS DIGITAL CAMERAমা গো মা, মা গো মা !!!
তোমার কাছে আসার সকল বাঁধা !!!
এবার তোল না !!!
মা গো মা, মা গো মা !!!

খাঁচার পাখি খাঁচায় বসে !!!
দুরের আকাশ দেখে !!!
কেমন করে ঘুমাও মা গো !!!
আমায় একা রেখে !!!

মা গো মা, মা গো মা !!!
তোমার চরন ধুলা নেবার আশা !!!
পূর্ণ হলো না !!!
মা গো মা, মা গো মা !!!

প্রতিক্ষণ/এডি/শারমিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G