এপিবিএন-৫ এর অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশঃ মার্চ ৩১, ২০১৭ সময়ঃ ১২:১৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৭ পূর্বাহ্ণ

রাজধানীর কাওরান বাজারের পাঁচটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার এপিবিএন-৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান রুবেল ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রজবী নাহার রজনী এ অভিযান পরিচালনা করেন।

এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান রুবেল জানান, কাওরানবাজার, তেজগাঁও, ঢাকাতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও বিক্রয় করার অভিযোগে সোহাগ রেস্তোরা’র ব্যবস্থাপক মোঃ রিয়াদকে ১৩ হাজার টাকা জরিমানা, আল রাজী হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর ব্যবস্থাপক মোঃ গোলাম জিলানীকে ৫ হাজার টাকা জরিমানা, হৃদয় হোটেল এর ব্যবস্থাপক মোঃ রাকিবকে ৪ হাজার টাকা জরিমানা এবং আনন্দ প্লাস কনফেকশনারী পণ্যের মোড়কের গায়ে মূল্য, উৎপাদন এবং মেয়াদ উর্ত্তীণের তারিখ লিপিবদ্ধব্যতীত পণ্য বিক্রয় করায় ব্যবস্থাপক মোঃ আলীকে ৪ হাজার টাকা জরিমানা ও খাদিজা বিরিয়ানী হাউজকে ধার্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে খাবার বিক্রয় করায় ব্যবস্থাপক মোঃ সেলিম মিয়াকে ৪ হাজার টাকা করে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রজবী নাহার রজনী।

এদিকে ঢাকা মহানগর এলাকায় এপিবিএন-৫ এর ভেজাল বিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে বলে জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান রুবেল।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G