ওয়ালটনের ফাস্ট চার্জিং ওয়্যারলেস পাওয়ার ব্যাংক বাজারে

প্রকাশঃ ডিসেম্বর ২৮, ২০২২ সময়ঃ ১০:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২১ অপরাহ্ণ

বিশেষ প্রতিবেদন

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কম্পিউটার বিভাগ নতুন দুই মডেলের পাওয়ার ব্যাংক বাজারে আনলো। উভয় মডেলে রয়েছে ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং সুবিধা।

২০,০০০ এবং ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির এই দুটি পাওয়ার ব্যাংক ওয়ালটনের পাওয়ার ডিভাইস ব্র্যান্ড ‘আর্ক’ এর প্যাকেজিং-এ বাজারে ছাড়া হয়েছে। দ্রুততম সময়ে নিরাপদ চার্জিংয়ের জন্য আদর্শ ওয়ালটনের নতুন এই ফাস্ট চার্জিং ওয়্যারলেস পাওয়ার ব্যাংক।

জানা গেছে, বাজারে আসা ওয়ালটনের নতুন পি২২ডব্লিউ০১ মডেলের ফার্স্ট চার্জিং পাওয়ার ব্যাংকটিতে রয়েছে ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। আর পি২২ডব্লিউ০২ মডেলে রয়েছে ২০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। দুই মডেলের পাওয়ার ব্যাংকেই রয়েছে ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা।

উভয় মডেলে আছে মাইক্রো ইউএসবি এবং টাইপ-সি ইনপুট সুবিধা। সেই সঙ্গে পাওয়ার ব্যাংকের অ্যাকসেসরিজ হিসেবে গ্রাহকরা পাচ্ছেন মাইক্রো ইউএসবি চার্জিং ক্যাবল। ওয়্যারলেস চার্জিংয়ের পাশাপাশি আউটপুট হিসেবে আছে দুটি ইউএসবি টাইপ-এ এবং একটি টাইপ-সি পোর্ট।

উভয় মডেলেই থাকছে  ৬ মাসের ওয়ারেন্টি সুবিধা। ওয়ালটনের ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফাস্ট চার্জিং ওয়্যারলেস পাওয়ার ব্যাংকটির দাম ২ হাজার ১৫০ টাকা ও ২০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফাস্ট চার্জিং ওয়্যারলেস পাওয়ার ব্যাংকটির দাম রাখা হয়েছে ২ হাজার ৫৫০ টাকা।

দেশের সব ওয়ালটন শোরুমের পাশাপাশি ওয়ালটন ডিজি-টেক ওয়েবসাইট (https://waltondigitech.com/products/power/power-bank) থেকে এই পাওয়ার ব্যাংক কেনার সুযোগ রয়েছে।

এছাড়াও ওয়ালটনের রয়েছে আরো দুই মডেলের পাওয়ার ব্যাংক। ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ক্যাপাসিটির পাওয়ার ব্যাংক দুটির মূল্য যথাক্রমে ১,০৯৫ এবং ১,১৯৫ টাকা।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G