কেপ কোট

প্রকাশঃ মার্চ ৪, ২০১৫ সময়ঃ ১:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২৪ অপরাহ্ণ

তাজিন আক্তার, প্রতিক্ষণ ডটকম:

 

kep coat

ফ্যাশনের যুগে কোন কিছুই পুরনো নয়, কেননা পুরনো সব ডিজাইন ফিরে আসে নতুন আঙ্গিকে, তেমনি একটি পোশাক কেপ কোট

প্রাচীন কাল থেকেই  দক্ষিণ এশিয়ার অভিজাত পরিবার গুলোতে  মেয়েদের পোষাক হিসেবে ‘কেপ কোট’ বেশ  জনপ্রিয়।

পোষাক হিসেবে ‘কেপ কোট’ বেশ প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি ডিজাইন।

বৃটেন ইউরোপ সহ পাশ্চাত্যের দেশ গুলোর রাজ পরিবার এবং অভিজাত পরিবার গুলোতে এখনো ‘কেপ কোট’ বেশ জনপ্রিয়।

তৎকালীন বাংলা প্রদেশের নবাব পত্নীগণ সহ জমিদার বাড়ির মেয়েরাও শাড়ির সাথে আভিজাত্যের প্রতীক হিসেবে ‘কেপ কোট’ পড়তেন।

কালক্রমে এই পোষাকটি অনেকটাই অ-প্রচলিত হয়ে গেলেও বর্তমানে তা আবারো ফিরে এসেছে।

আর তাই ফ্যাশন জগতে এবং বর্তমান সময়ে ‘কেপ কোটের’ চাহিদা এখন অনেক বাড়ছে। সেই সাথে এসেছে ‘কেপ কোটের’ নানান রকম ডিজাইন।

এখন  লেইস এবং ভেলভেটের তৈরি  কেপ কোটের ট্রেন্ড চলছে । শাড়ি, কামিজ ও কেপ কোটে ঐতিহ্যবাহী জারদৌসি, জাল কাজ,

স্ট্যাম্পড এমব্রয়ডারির কাজ চলছে। নকশাkep coat 3য় ব্যবহৃত হচ্ছে পাথর, চুমকি, মুক্তা, আইলেট লেইস ও ক্রুশকাটার লেইস। কাশ্মীরি ও পার্শিয়ান এমব্রয়ডারির নকশা কেবল শালে নয়, নজর কাড়ছে পোশাকেও।

কেপ কোট আন্তর্জাতিক ফ্যাশনেও এখন বেশ জনপ্রিয়। আমাদের দেশে এটি ফিউশনের মতো ব্যবহৃত হচ্ছে। চাপা প্যান্ট এবং ঢিলেঢালা সঙ্গে তো বটেই, এমনকি চাইলে শাড়ি বা কামিজের সঙ্গেও এটি অনায়াসে পরাkep coat 2 যেতে পারে।

এটি ভিক্টোরিয়ান যুগে যেমন চলেছে, তেমনি চলেছে রাবীন্দ্রিক যুগেও।  কেপ কোট সাধারন সব ধরনের পোষাকের সাথেই পড়া যায়। লন কামিজ থেকে শুরু করে আনারকলি স্যূট এমনকি ল্যাহেঙ্গার সাথেও পড়া যায়। শাড়ি বা ড্রেসের কালারের সাথে ম্যাচ না করে সম্পূর্ণ ভিন্ন কালারের হতে পারে। ভেলভেট কাপড়ের সাথে কালার ফুল লেস বসানো যেতে পারে। এবং এক্ষেত্রে লেসের কালার টা শাড়ি বা ড্রেসের কালারের সাথে ম্যাচ হতে পারে।

শাড়ির সাথে কেপ কোট পড়লে গলায় কোন ভারি গহনা না পড়াই ভালো,এক্ষেত্রে  কানে পড়া যেতে পারে বড় বা ছোট সাইজের কালারফুল টব।

যেহেতু কেপ কোট ফুলহাতা পড়া হয়, সেক্ষেত্রে হাতে চূড়ির চাইতে বড় সাইজের আংটি ভালো মানাবে আর সাথে আকর্ষনিয় পার্স ডিজাইনার ল্যাহেঙ্গা বা আনারকলি ডিজাইনের সাথে কেপ কোট একটা বাড়তি সৌন্দর্য্য বহন করে।

বর্তমান সময়ের তরুনীরা তাই ড্রেসের কারুকার্যের সাথে সাথে কেপ কোট ও চান আকর্ষনীয়। যারা হিজাব পড়তে পছন্দ করেন তাদের জন্য কেপ কোট খুবই মানানসই একটি পোষাক।

তাজিন/প্রতিক্ষণ/এডি/আরেফিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G