ক্যান্টন ফেয়ারে ওয়ালটন পণ্যে আগ্রহ বিদেশি ক্রেতাদের

প্রকাশঃ এপ্রিল ১৮, ২০১৭ সময়ঃ ৫:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৮ অপরাহ্ণ

মিল্টন আহমেদ:

চীনের ক্যান্টন ফেয়ারে বিশ্বক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে ওয়ালটন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতারা বাংলাদেশে তৈরি ওয়ালটন পণ্য আমদানিতে আগ্রহ দেখাচ্ছেন। এছাড়া ওয়ালটনের কম্প্রেসার ও আনুষঙ্গিক যন্ত্রাংশ ক্রয়ের বিষয়েও আগ্রহ দেখাচ্ছেন উন্নত বিশ্বের ক্রেতারা।

চীনের গুয়াংজু শহরে চলছে ইলেকট্রনিক্স পণ্যমেলা চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার, যা ক্যান্টন ফেয়ার নামে সারা বিশ্বে সুপরিচিত। ক্যান্টন ফেয়ার। ৫ দিনের মেলা শেষ হচ্ছে ১৯ এপ্রিল। মেলার ৬০ বছরের ইতিহাসে এবছরই সবচেয়ে বেশি সংখ্যক ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটেছে বলে জানিয়েছে মেলা কর্তৃপক্ষ।

ফেয়ারের আন্তর্জাতিক প্যাভিলিয়নে স্থাপন করা হয়েছে ওয়ালটনের দৃষ্টিনন্দন মেগা প্যাভিলিয়ন। ফলে ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য উৎপাদনকারি, আমদানিকারক ও ক্রেতা সাধারণের দৃষ্টি কাড়ছে ‘মেইড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটন ব্র্যান্ডের পণ্য।
ওয়ালটনের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যসমূহের মধ্যে রয়েছে- ব্যাপক বিদ্যুৎসাশ্রয়ী রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টেলিভিশন, এয়ার কন্ডিশনার, রিচার্জেবল ফ্যান, সিলিং ফ্যান, রাইস কুকার, ব্লেন্ডার, গ্যাস স্টোভ, ইলেকট্রিক সুইস-সকেট, ইন্ডাকশন কুকার, এসিড লেড রিচার্জেবল ব্যাটারিসহ বিভিন্ন হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস এবং বিশ্বের লেটেস্ট প্রযুক্তিতে তৈরি কম্প্রেসর।

জানা গেছে, ওয়ালটনের প্রতিটি পণ্যের উৎপাদন প্রক্রিয়াসহ গুণগতমান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ক্রেতারা। বিশেষ করে পণ্যের নিখুঁত ফিনিশিং, সাশ্রয়ী মূল্য এবং ব্যতিক্রমী ডিজাইন তাদের মন কেড়েছে। লেবানন, ইন্দোনেশিয়াসহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কয়েকজন বড় বড় ব্যবসায়ী ইতোমধ্যে ওয়ালটন পণ্য আমদানির প্রতি ব্যাপক আগ্রহ দেখিয়েছেন। অনেকেই আবার বাংলাদেশে ওয়ালটন ফ্যাক্টরি পরিদর্শন করার বিষয়টি নিশ্চিত করেছেন।

লেবাননের মোহাম্মদ এন্ড আলী মোবারক প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী আলী মোবারক। আলী মোবারক জানান, ওয়ালটনের ইনভার্টার প্রযুক্তির ফ্রিজগুলো লেবাননের আবহাওয়া উপযোগি। দামও ক্রয়ক্ষমতার মধ্যে। ওয়ালটন ব্র্যান্ডের নন-ফ্রস্ট ফ্রিজ লেবাননের বাজারে অতি অল্প সময়েই শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদী।
লেবানন ছাড়াও ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কয়েকজন ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারি প্রতিষ্ঠান ‘মেড ইন বাংলাদেশ’ স্টিকারযুক্ত ওয়ালটন কারখানায় তৈরি কম্প্রেসার আমদানির ব্যাপারেও ব্যাপক আগ্রহ দেখিয়েছেন। কেউ কেউ আবার ওয়ালটন থেকে কম্প্রেসারের আনুষঙ্গিক যন্ত্রপাতি কেনার বিষয়টিও নিশ্চিত করেছেন। সবদিক বিবেচনায় এবারের ক্যান্টন ফেয়ারে আগত চীনসহ বিশ্বের অন্যান্য দেশের ক্রেতাদের মাঝে ওয়ালটন পণ্য ভালো সাড়া ফেলেছে বলেই মনে করছেন কর্তৃপক্ষ।

ওয়ালটনের আন্তর্জাতিক বিপণন বিভাগের প্রধান রকিবুল ইসলাম বলেন, ক্রেতারা প্রধানত দেখছেন কার পণ্যের মান কত ভালো, সেটা কত কম দামে কেনা যাচ্ছে। এই বিষয়টিই আশা জাগাচ্ছে ওয়ালটনকে। কারণ পণ্যের মাথাপিছু উৎপাদন মূল্যে অনেকটাই এগিয়ে আছে ওয়ালটন। মান নিয়েও ক্রেতারা সন্তুষ্ট।

ক্যান্টন ফেয়ারে বিদেশী ক্রেতা আকৃষ্ট করতে ওয়ালটন ব্যাপক প্রচারণা চালাচ্ছে। এর মধ্যে রয়েছে- মেলার তিনটি গুরুত্বপূর্নস্থানে ওয়ালটনের জায়ান্ট বিলবোর্ড স্থাপন। বড় পর্দায় প্রদর্শিত হচ্ছে ওয়ালটন পণ্য তৈরির উপর নির্মিত বিভিন্ন প্রামাণ্যচিত্র এবং বিজ্ঞাপন।

উল্লেখ্য, বাংলাদেশী ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারার হিসেবে দ্বিতীয়বারের মতো ক্যান্টন ফেয়ারে অংশ নিয়েছে ওয়ালটন।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G