ক্রেতা-পরিবেশকদের জন্য পেন্টাগনের বিশেষ ট্রেনিং ও সেলিব্রেশন

প্রথম প্রকাশঃ মে ১৪, ২০১৭ সময়ঃ ১১:৪৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৪ অপরাহ্ণ

ক্রেতা-পরিবেশকদের সাথে কোম্পানির নতুন-নতুন পণ্য এবং বিক্রয় কৌশল সম্পর্কে  ধারণা দিতে পেন্টাগন ইউনিভার্সেল লিমিটেড আয়োজন করতে যাচ্ছে ‘স্পেশাল মোটিভেশনাল ট্রেনিং এন্ড সেলিব্রেশন প্রোগ্রাম’। আজ রোববার সকাল ১১ টায় রাজধানীর বাসাবোর পেন্টাগণের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন ৩৩০ জন ক্রেতা-পরিবেশক।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাকলুবুর রহমান বলেন, ক্রেতাদের হাতের নাগালে পণ্যের সেবা পৌঁছে দিতে; সারাদেশে চেইনশপ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করছে পেন্টাগণ। সেই লক্ষ্য অর্জনে ক্রেতা-পরিবেশকেদের কাছে নতুন নতুন পণ্য , সেবা ও বিক্রয় কৌমল তুলে ধরার কোন বিকল্প নেই। সেকারণে প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বাড়ানোই আমাদের মূল  লক্ষ্য।

পেন্টাগন ইউনিভার্সাল লিমিটেড এর প্রধান নির্বাহী পরিচালক হারুন ইবনে ইসলাম বলেন, ‘আমাদের অনলাইন শপিং খুব কম সময়ে ক্রেতা-পরিবেশকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। পণ্যের মান ও সেবা সম্পর্কে স্পষ্ট ধারণা দিতেই  আজকের এই অায়োজন ।’

কোম্পানির পরিচালক মার্কেটিং লায়ন নজরুল ইসলাম সীমান্ত জানান ‘আমাদের ক্রেতার সংখ্যা বেড়েছে। পরিবেশকরাও বেশ ভালো পারফরমেন্সদেখাচ্ছে । তাদের উৎসাহ বাড়াতে বিশেষ এই মোটিভেশনাল ট্রেনিং ও সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। সকালের সেশনে স্পেশাল ট্রেনিং;  আর দুপুরে লাঞ্চ ব্রেকের পর যারা বিক্রয়ে দক্ষতার স্বাক্ষর রেখেছে তাদেরকে সেলিব্রেশন দেয়া হবে কোম্পানির পক্ষ থেকে।অনুষ্ঠান চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

দিনব্যাপী এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন পেন্টাগণ ইউনিভার্সেল লিমিটেডের পরিচালক (অর্থ) ফয়সাল হাসান, পরিচালক (আইটি) আলাউদ্দিন আহমেদ, পরিচালক (ক্রয়) মোহাম্মদ মোক্তার হোসেন, পরিচালক ( সেলস) মামুন হোসেন, পরিচালক (প্রেডাক্ট) জিয়াউল হক রায়হান, পরিচালক (এডমিন) মজিবুর রহমান।

প্রতিক্ষণ/এডি/রাহা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G