ক্রেতা-পরিবেশকদের জন্য পেন্টাগনের বিশেষ ট্রেনিং

প্রথম প্রকাশঃ এপ্রিল ২৮, ২০১৭ সময়ঃ ১১:৪৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৬ অপরাহ্ণ

ক্রেতা-পরিবেশকদের সাথে জনসংযোগ বাড়াতে সাভারের বাইপেলে পেন্টাগন ইউনিভার্সেল লিমিটেড আয়োজন করতে যাচ্ছে ‘স্পেশাল মোটিভেশনাল ট্রেনিং এন্ড সেলিব্রেশন প্রোগ্রাম’। আজ শুক্রবার বেলা তিনটায় সাভারের শেখ হাসিনা যুব কেন্দ্রে এই অনুষ্ঠান আয়োজিত হবে।

‘অনলাইন শপিং এন্ড হোম ডেলিভারি সার্ভিস’ এই থিমকে কাজে লাগিয়ে ইতমধ্যে ঢাকাসহ সারাদেশে পেন্টাগন বেশ কিছু চেইনশপ বাস্তবায়ন করেছে বলে জানান কোম্পানির ব্যাবস্থাপনা পরিচালক মাকলুবুর রহমান।

পেন্টাগন ইউনিভার্সাল  লিমিটেড এর প্রধান নির্বাহী পরিচালক হারুন ইবনে ইসলাম বলেন, ‘আমাদের অনলাইন শপিং খুব কম সময়ে ক্রেতা-পরিবেশকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সাভারের ক্রেতা-পরিবেশকদের সাথে জনসংযোগ বাড়াতে এবং আমাদের পণ্য সম্পর্কে যথাযথ ধারণা দিতে আজকের এই অনুষ্ঠান ।’

কোম্পানির পরিচালক মার্কেটিং লায়ন নজরুল ইসলাম সীমান্ত জানান ‘বাইপেলে আমাদের ক্রেতার সংখ্যা বেড়েছে। পরিবেশকরাও বেশ ভালো পারফরমেন্স দেখাচ্ছে । তাদের উৎসাহ আরো বাড়াতে বিশেষ এই মোটিভেশনাল ট্রেনিং ও সেলিব্রেশন  প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।’

উদ্দীপনামূলক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পেন্টাগন ইউনিভার্সেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকলুবুর রহমান। অনুষ্ঠানের সভাপিতিত্ব করবেন প্রধান নির্বাহী পরিচালক হারুন ইবনে ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিচালক মার্কেটিং লায়ন নজরুল ইসলাম সীমান্ত।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন পরিচালক (অর্থ) ফয়সাল হাসান, পরিচালক (আইটি) আলাউদ্দিন আহমেদ, পরিচালক (ক্রয়) মোহাম্মদ মোক্তার হোসেন, পরিচালক (প্রেডাক্ট) জিয়াউল হক রায়হান। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করছেন ব্যান্ড প্রেমোটর বিকাশ, জসিম ও সুজন।

ট্রেনিং শেষে উপস্থিত সকলের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হবে।

প্রতিক্ষণ/এডি/রাহা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G